নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লাখ টাকা উদ্ধার, আটক দুই বাইক আরোহী,

নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লাখ টাকা উদ্ধার, আটক দুই বাইক আরোহী, নগদ ৪৪ লাখ টাকা! ব্যাগ খুলতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশেরও। এত পরিমাণ নগদ নিয়ে দুই বাইক আরোহী কোথায় যাচ্ছেন? টাকার উৎস কী? প্রশ্ন করলেও মেলেনি উত্তর। হুগলি থেকে আটক দুই যুবক। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সামি উল্লা। এত পরিমাণ নগদ নিয়ে দুই যুবক যাচ্ছিলেন কোথায়, তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ (Hooghly Police)। বেআইনি কার্যকলাপ রুখতে প্রায়শই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং চালায় পুলিশ। হুগলি জেলতে একাধিক জায়গায় নাকা চেকিং করে স্থানীয় থানা। বেআইনি পাচার, আর্থিক লেনদেন রুখতে সতর্ক জেলা প্রশাসন। বুধবার এরকম নাকা চেকিং চালানোর সময়ই ধরা পড়ে এই দুই ব্যক্তি। তবে তাদের সঙ্গে অন্য কোনও পাচার চক্রের যোগ আছে কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

 

বুধবার নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লাখ টাকা উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। সেই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ বলেন, অভিযুক্তরা এত পরিমাণ নগদ টাকা কোথা থেকে পেল? তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

 

আরও পড়ুন –  ২১ শে জুলাইয়ের আগে আরামবাগে ‘বাসের আকাল’, নাজেহাল নিত্যযাত্রীরা

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল চণ্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের কথার অসঙ্গতিতে গাড়ি তল্লাশি করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৪৩ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তখনই সন্দেহভাজন দু’জনকে মোটরবাইক সমেত আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও পুলিশ জানিয়েছে, টাকার সঠিক উৎস অভিযুক্তরা জানাতে পারেনি। এতগুলো টাকা নগদে তারা কোথায় নিয়ে যাচ্ছিল, তারও কোনও সঠিক তথ্য তারা দিতে পারেনি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়।