এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই সোনা এল ভারতের ঘরে। এশিয়ান গেমসে (Asian games) শুরু থেকেই ধারাবাহিক ভাবে ভাল ফল করছে ভারতের খেলোয়াড়রা। এশিয়ান গেমসে এবার এয়ার রাইফেলে সোনা জিতলেন ভারতের পুরুষ দল। দিব্যাংশ পানওয়ার, রুদ্রাংশ পাতিল এবং ঐশ্বর্য তোমর, ভারতীয় পুরুষ দলের এই ৩ প্রতিনিধি জিতলেন সোনা।
আরও পড়ুনঃ পায়ে ছোট, ১০ দিন বেড রেস্ট মুখ্যমন্ত্রীর
সোমবার সকালে (Asian games) ১০ মিটার এয়ার রাইফেলে শুধুই যে সোনা (gold at air rifle) জিতলেন ভারতের পুরুষ দল তাই নয়, বরং তৈরি করলেন নতুন বিশ্বরেকর্ড। এদিন মোট ১৮৯৩.৭ স্কোর করেন রুদ্রাংশ, ঐশ্বর্য এবং দিব্যাংশ। এই স্কোরের মাধ্যমে চিনের বিশ্বরেকর্ডের স্কোরকে টপকে গেলেন ভারতীয় পুরুষ দল। এর আগে দলগত ইভেন্টে চিনের সর্বোচ্চ স্কোর ছিল ১৮৯৩.৩।
এই বিভাগে রুপো জিতেছে কোরিয়া, এবং ব্রোঞ্জ পদক পেয়েছে চিন। কোরিয়ার স্কোর ১৮৯০.১ এবং চিনের স্কোর ১৮৮৮.২। সোনার পাশাপাশি সোমবার সকালে ব্রোঞ্জ পদকও এসেছে ভারতের ঝুলিতে। রোয়িং-এর দুটি বিভাগে ভারতের পুরুষ দল দুটি ব্রোঞ্জ পদক জেতেন। মেনস ফোর বিভাগে ভীম, পুনিত, যশবিন্দর এবং আশিস ব্রোঞ্জ জিতেছেন। পাশাপাশি কোয়াড্রাপল স্কালস বিভাগেও ব্রোঞ্জ জেতেন সতনম সিং, পরমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং। এই বিভাগে রুপো জিতেছে কোরিয়া, এবং ব্রোঞ্জ পদক পেয়েছে চিন। কোরিয়ার স্কোর ১৮৯০.১ এবং চিনের স্কোর ১৮৮৮.২। সোনার পাশাপাশি সোমবার সকালে ব্রোঞ্জ পদকও এসেছে ভারতের ঝুলিতে। রোয়িং-এর দুটি বিভাগে ভারতের পুরুষ দল দুটি ব্রোঞ্জ পদক জেতেন। মেনস ফোর বিভাগে ভীম, পুনিত, যশবিন্দর এবং আশিস ব্রোঞ্জ জিতেছেন। পাশাপাশি কোয়াড্রাপল স্কালস বিভাগেও ব্রোঞ্জ জেতেন সতনম সিং, পরমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।
গতকাল অর্থাৎ এশিয়ান গেমসের প্রথম দিনেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলেও পদক আসে ভারতের ঝুলিতে। মহিলাদের দল রুপো জেতেন এই বিভাগে। এছাড়াও গতকাল রোয়িংয়ের ডাবল স্কালস বিভাগেও রুপো আসে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত পদক তালিকায় ভারত ৬ নম্বরে রয়েছে। গতকাল অর্থাৎ এশিয়ান গেমসের প্রথম দিনেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলেও পদক আসে ভারতের ঝুলিতে। মহিলাদের দল রুপো জেতেন এই বিভাগে। এছাড়াও গতকাল রোয়িংয়ের ডাবল স্কালস বিভাগেও রুপো আসে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত পদক তালিকায় ভারত ৬ নম্বরে রয়েছে।