ভারতের সেরা পর্যটন গ্রাম বিবেচিত হল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফ থেকে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করা হয়েছে কিরীটেশ্বরীকে। আর বিদেশ সফরের মাঝে সেই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের এক গ্রাম হয়েছে দেশের সেরা। পর্যটনে। নরেন্দ্র মোদি সরকারে পর্যটন মন্ত্রক দিয়েছে যে স্বীকৃতি। দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী (Kiriteswari)।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে আজ ওঠে এল এক অভিনেতার নাম, শুরু জল্পনা
দুবাই থেকে সোশাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। মুর্শিদাবাদের যে গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পর্যটন মন্ত্রক’।
মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর গ্রামবাসীদের অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বার্তা, ‘৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করবে ভারত সরকার’।
উল্লেখ্য, ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি গ্রাম আবেদন করে। তার মধ্যে থেকে সেরা গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে নির্বাচিত করা হয় (Kiriteshwari is best tourist village)। কেন্দ্রীয় পর্যটন দফতরের তরফ থেকে ২৭ শে সেপ্টেম্বর নয়াদিল্লিতে পুরস্কার প্রদান করা হবে। ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি গ্রাম আবেদন করে। তার মধ্যে থেকে সেরা গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে নির্বাচিত করা হয় (Kiriteshwari is best tourist village)। কেন্দ্রীয় পর্যটন দফতরের তরফ থেকে ২৭ শে সেপ্টেম্বর নয়াদিল্লিতে পুরস্কার প্রদান করা হবে।
লালবাগ কোর্টরোড রেলওয়ে স্টেশন থেকে ৩ মাইল দূরে ‘কিরীটকণা’ গ্রাম। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র। শোনা যায় এখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। তাই এখানে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরীটকণা অন্যতম। মুর্শিদাবাদের এমন বহু জায়গা রয়েছে, যেগুলি ইতিহাসের নানান কাহিনী বহন করে চলেছে। তা নিয়ে জেলাবাসীর গর্বের অন্ত নেই। এবার তাতে নতুন মাত্রা যোগ করল কিরীটেশ্বরী। লালবাগ কোর্টরোড রেলওয়ে স্টেশন থেকে ৩ মাইল দূরে ‘কিরীটকণা’ গ্রাম। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র। শোনা যায় এখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। তাই এখানে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরীটকণা অন্যতম। মুর্শিদাবাদের এমন বহু জায়গা রয়েছে, যেগুলি ইতিহাসের নানান কাহিনী বহন করে চলেছে। তা নিয়ে জেলাবাসীর গর্বের অন্ত নেই। এবার তাতে নতুন মাত্রা যোগ করল কিরীটেশ্বরী।
en.wikipedia.org