মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছে ক্যান্সার বিভাগ।কি কি সুবিধা পাবেন রোগীরা?

এবার মুর্শিদাবাদ বাসীর জন্য বড় সুখবর।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছে ক্যান্সার বিভাগ।ইতিমধ্যেই রোগীদের কেমো থেরাপী দেওয়া শুরু হয়ে গেছে । দেওয়া হবে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা।চিকিৎসার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিনপত্র আনা হয়েছে হাসপাতালে।রেডিয়েশন এর ব্যাবস্থাও রাখা হয়েছে হাসপাতালে।

এবার মুর্শিদাবাদ থেকে ক্যান্সারের চিকিৎসার জন্য আর কাউকে জেলার বাইরে যেতে হবে সে কলকাতায় হোক বা মুম্বাই।মঙ্গলবার, বুধবার ও শুক্রবার এই তিন দিন OPD তে ক্যান্সার চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পারবেন রোগীরা।সোমবার,বৃহস্পতিবার ও শনিবার দেওয়া হবে কেমোথেরাপি।ইতিমধ্যেই সার্জারি বিভাগ চালু হয়ে গিয়েছে।দ্রুত চালু হতে চলেছে রেডিওথেরাপি।