‘শুভেন্দু তৃণমূলের জন্য লক্ষ্মী’, বললেন অভিষেক

‘শুভেন্দু তৃণমূলের জন্য লক্ষ্মী’, বললেন অভিষেক ,উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভায় গিয়ে বিরোধী দলনেতাকে বিঁধলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দুকে ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। যদিও অভিষেকের বক্তব্যের পাল্টা এদিন দিলীপ ঘোষ বলেন, একটা দলই উঠে যেতে চলেছে, তারা আবার অন্য দলের সদস্য নিয়ে মাথা ঘামাচ্ছে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পাল্টা বলেন, যাদের দলে নেওয়া হয় তারা দলের সম্পদ। তৃণমূলের এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে।

 

 

 

 

 

 

 

এদিন নবজোয়ার যাত্রায় জনসংযোগে জোর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ছোট বড় সভা নয়, রাস্তায়ও জনসংযোগ করেন তিনি। গ্রাম পরিদর্শন, চা চক্রে জোর দেন তিনি। চোপড়ার সভার পর দীর্ঘ রাস্তায় জনসংযোগ করেন অভিষেক । সোমবার দু’টি সভার পাশাপাশি গ্রাম পরিদর্শন, রাজবংশী পাড়ায় জন সংযোগও করেন তিনি।

 

 

 

 

 

সোমবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে রায়গঞ্জে সভা করেন অভিষেক। সেই সভায় যখন তিনি বক্তব্য রাখছেন, তখন দর্শকদের মধ্যে থেকে আওয়াজ ওঠে, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলার জন্য। এরপরই অভিষেক বলেন, “উনি তৃণমূলের জন্য লক্ষ্মী। উনি যত বিজেপিতে থাকবেন, বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল, এবার রাহু আর কেতু ঢুকেছে।”

 

 

আরও পড়ুন –   সুপ্রিম নির্দেশ কার্যকর করতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে

 

 

 

অভিষেকের এই বক্তব্যের পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “জানি না তৃণমূলের বিজেপিকে নিয়ে এত চিন্তা কেন? ওদের তো পার্টিটাই উঠে যাচ্ছে। উনি একটা পার্টির অনুষ্ঠান করতে পারছেন না। পার্টির লোকেরাই ভেস্তে দিচ্ছেন। উনি কোন মুখে বিজেপির সমালোচনা করেন? আমাদের লক্ষ্মী সরস্বতী আমরা বুঝে নেব। ভারতীয় জনতা পার্টি যাকে নিয়েছে জেনে নিয়েছে সে আমাদের সম্পদ। আমরা সামলাব। ওনারা নিজের পার্টি সামলান।”

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Fcaebook পেজ এবং Youtube )