১৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। হাসিন জাহান আরও একবার মডেলিং জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় দলের পেসার মহম্মদ সামির সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। দুজনের সম্পর্ক বেশ তিক্ততার জায়গায় গিয়েই শেষ হয়েছে। সামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। সামির কাছ থেকে ১০ লাখ টাকার মাসোহারার দাবিও করেছিলেন তিনি। কিন্তু সেসব নিয়ে এখন আর পড়ে থাকতে চান না হাসিন। বরং, নিজের পুরনো জীবনে ফিরতে চান। যাতে মা হিসাবে মেয়ের সমস্ত দায়িত্ব পালন করতে পারেন।কাজের জন্য এখন অনেকটা সময় মুম্বইতে থাকতে হচ্ছে হাসিনকে। সেই সময় ছোট মেয়ের দেখাশোনার জন্য হাসিনের বাবা ও আগের পক্ষের স্বামীর বড় মেয়ে কলকাতার ফ্ল্যাটে থাকছে। ইতিমধ্যে মুম্বইতে বেশ কয়েকটা শর্ট ফিল্মের জন্য শুটিং সেরেছেন হাসিন। মডেলিংয়ের পাশাপাশি তিনি এবার অভিনয়েও হাত পাকাতে চান বলে জানিয়েছেন ।জীবনের মূলস্রোতে ফিরতে চান তিনি। যত দ্রুত সম্ভব।