সোমবার ইংল্যান্ডে পথ চলা শুরু করল সচিনের অ্যাকাডেমি। মিডলসেক্স কাউন্টির সঙ্গে যৌথ ভাবে শুরু হল ‘তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি’। বিশ্বব্যাপী এই অ্যাকাডেমি সত্যিই অন্যরকম। সোমবার ইংল্যান্ডের নর্থউডে মার্চেন্ট টেলর’স স্কুলে অ্যাকাডেমির প্রথম ক্রিকেট ক্যাম্প হয়ে গেল। আর এখানে ক্রিকেট খেলতে শেখাবেন স্বয়ং সচিন তেন্ডুলকর। পরের ক্যাম্পগুলো কখনও হবে মুম্বইয়ে, কখনও লন্ডনে। বিশ্বের অন্যত্রও ক্রিকেটের পাঠ শেখানোর শিবির করার ভাবনা রয়েছে মাস্টার ব্লাস্টারের।