বিক্রমকে খুঁজতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো নাসা

নিউজ ডেস্ক : ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করে উঠতে পারেনি ইসরো l তবে বিক্রমের আয়ু মাত্র ১৪ দিন,তার মধ্যে সংযোগ স্থাপন না করতে পারলে শেষ সুযোগও হাত ছাড়া হয়ে যাবে ইসরোর কাছ থেকে তাই এবার ইসরোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলো নাসা।
জানা গিয়েছে,ল্যান্ডার বিক্রমের সঠিক অবস্থান জানার জন্য অরবিটারের সাহায্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরো।সেই সঙ্গে চাঁদের চারপাশ পরিক্রমা করছে নাসার একটি অরবিটারও। বিক্রমের অবস্থান খুঁজে বের করে সেই তথ্য পাঠাবে ইসরোর কাছে l