স্কুল চত্বরে রাখা হয়েছে বোমা, ১টি স্কুল নয়। মোট ১৩টি স্কুলে বোমা রাখা হয়েছে। এমনই হুমকি পাঠানো হয়েছে ই-মেলে।

স্কুল চত্বরে রাখা হয়েছে বোমা, ১টি স্কুল নয়। মোট ১৩টি স্কুলে বোমা রাখা হয়েছে। এমনই হুমকি পাঠানো হয়েছে ই-মেলে। তারপরেই কার্যত হুলুস্থুল বেঙ্গালুরুতে।হুমকি-ইমেলের খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশের দল। স্কুলগুলিতে সন্দেহজনক কোনও বস্তু রাখা হয়েছে কিনা তার খোঁজ শুরু করা হয়েছে। 

বেঙ্গালুরুর কোরমঙ্গলা, হোয়াইটফিল্ড, বাসভেষ্ণাগর, ইয়ালাহানকা, সদাশিব নগরের স্কুলে বোমা রাখা হয়েছে বলে হুমকি-মেল এসেছে।  একটি অজানা ইমেল থেকে এই বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছে। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া, অভিভাবকদের মধ্যে।

প্রথম দফায় সাতটি স্কুল, তারপর ধাপে ধাপে আরও একাধিক স্কুলে বোমা রাখার হুমকি-ইমেল আসে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে যে স্কুলগুলিতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে একটি স্কুল কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারেক বাসভবনের কাছেই রয়েছে।