Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ভারত-পাক ম্যাচের আগেই অরিজিত ধামাকা

ভারত-পাক ম্যাচের আগেই অরিজিত ধামাকা

ভারত-পাক ম্যাচের আগেই অরিজিত ধামাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টিভির সামনে অপেক্ষারত হাজার হাজার দর্শক, সম্প্রচারিত হলই না অরিজিতদের শো

শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহা উৎসব। এবার ভারতের মাটিতেই হচ্ছে ওয়ান ডে ম্যান ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে ভারত খেলে ফেলেছে দুটি ম্যাচ। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে। যার দুটি তেই জিতেছে ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে বেশ আমাজেই আছে ভারতীয় শিবির। শনিবার রয়েছে মেগা ম্যাচ। মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে এই ম্যাচের আসর। এমনিই এই উত্তেজনার পারদ দ্বিগুণ হয়ে যায়। তবে চমক এখানেই শেষ নয়। এই ম্যাচের উত্তেজনার পারদ তুঙ্গে তুলতে এবার রয়েছে বিশেষ আয়োজন।

আরও পড়ুনঃ পুজোর প্রাক্কালে টাকির জিরো পয়েন্টে দেশ বিদেশি ভ্রমণপিপাসু মানুষের জন্য পর্যটকদের সহায়তা কেন্দ্র

১৪ অক্টোবর দুপুর ২ টো থেকে নরেন্দ্রমোদী স্টেডজিয়ামে খেলা শুরু হবে। যদিও আসর জমবে ১২ঃ৩০ থেকে। কারণ এদিন থাকছেন স্টেডিয়ামে অরিজিত্‍ সিং। বৃহস্পতিবার রাতেই বিসিসিআইর থেকে শেয়ার করা হয় এই সুখবর। ম্যাচের আগে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মেতে উঠবে অরিজিত্‍ সিং-এর সুরে। এখানেই চমক ইতি নয়, সঙ্গে শোনা যাচ্ছে থাকবেন অমিতাভ বচ্চন, থাকবেন সলমন খানও। সলমন খান এই স্টেডিয়ামে এসেই প্রচার করবেন তাঁর আগামী ছবি টাইগার থ্রি-র।

 

চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সলমন খানের শেষ ছবি কিসি কি ভাই কিসি কি জান এক কথায় বলতে গেলে ফ্লপের তকমা পেয়েছে। তবে এবার টাই থ্রি ছবি নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এদিন ম্যাচ পূর্বে উপস্থিত থাকছেন তিনিও। থাকছেন শঙ্কর মহাদেবন, থাকছেন রণবীর সিং থাকছেন তামান্না ভাটিয়া, থাকছেন সুখবিন্দর সিং প্রমুখরা।

 

অরিজিত্‍ সিং-এর মতো এদিন শঙ্কর মহাদেবনের বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকবেন দর্শকেরা। ফলে ১৪ অক্টোবর যে এক গালা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভারত পাক ম্যাচের টানটান উত্তেজনা তো বর্তমান রয়েছেই। সব মিলিয়ে শনিবার দুপুর থেকেই জমবে বিশ্বকাপের ময়দান, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফলে ১৪ অক্টোবর যে এক গালা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভারত পাক ম্যাচের টানটান উত্তেজনা তো বর্তমান রয়েছেই। সব মিলিয়ে শনিবার দুপুর থেকেই জমবে বিশ্বকাপের ময়দান, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top