ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাসের সি বিচের বোল্ড অবতার, নেটিজেনদের চোখে পড়ল বিকিনিতে

ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাসের সি বিচের বোল্ড অবতার, নেটিজেনদের চোখে পড়ল বিকিনিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ডিসেম্বরের ঠান্ডা শহরকে ছেড়ে এখন অনেক তারকা সি বিচে ভ্যাকেশন কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি-ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। এরই মাঝে ছোটপর্দার পরিচিত মুখ নবনীতা দাস থাইল্যান্ডের সি বিচে সময় কাটাচ্ছেন এবং সেখানে নিজের বোল্ড অবতারের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় হইচই তুলেছেন। সম্প্রতি তিনি লাল বিকিনিতে ক্যামেরার দিকে পেছন করে পোজ দিয়েছেন, যা নেটিজেনদের প্রশংসা ও চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নবনীতা দাস বহু জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কয়েক বছর আগে নিজের ডিভোর্সের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি আলোচনার শীর্ষে এসেছিলেন। তার প্রাক্তন স্বামীও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে নবনীতা এক জনপ্রিয় সিরিয়ালে দেখা গেলেও মূলত অভিনয় থেকে দূরে রয়েছেন। তার ভ্রমণ তালিকায় গোয়া, থাইল্যান্ড এবং মুম্বই রয়েছে, যেখানে তিনি নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন।
সম্প্রতি নবনীতা টুকটুকে লাল বিকিনি পরার ছবি পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। নেটিজেনরা তাকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন ‘লাল পরী’, আবার কেউ ‘গর্জাস’ উল্লেখ করেছেন। তবে এই আলোচনার মাঝে প্রাক্তন স্বামী জিতু কমলকেও ট্রোলের নিশানায় ফেলা হয়েছে।
নবনীতা দাসের এই সোশ্যাল মিডিয়া উপস্থিতি তার ভক্তদের কাছে আনন্দের সঙ্গে কৌতূহলের উদ্রেক করছে। তবে তিনি এখন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, ক্যারিয়ারে ফোকাস রেখে। নতুন ফ্ল্যাটে বসবাস করছেন এবং মাঝেমধ্যে ছোটপর্দার হালকা কাজেও দেখা যায় তাকে। তার শেষ ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এ তাকে দেখা গিয়েছিল, আর বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দেখা যাচ্ছে। অভিনয় থেকে দূরে থাকলেও নবনীতার সোশ্যাল মিডিয়া উপস্থিতি তাকে ভক্তদের কাছে জীবন্ত রাখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top