Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
তারকেশ্বরে জল ঢালতে গিয়ে নিখোঁজ আসানসোলের ভিক্টর - Shine TV 24×7

তারকেশ্বরে জল ঢালতে গিয়ে নিখোঁজ আসানসোলের ভিক্টর

তারকেশ্বরে জল ঢালতে গিয়ে নিখোঁজ আসানসোলের ভিক্টর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৯ ই আগস্ট :তারকেশ্বরে জল ঢালতে গিয়ে বাড়ি ফেরেনি আসানসোলের ভিক্টর ৷ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সুকুমার পল্লী উপরপাড়া অঞ্চলের ভিক্টর বিশ্বাসের(২৮) ৷ ভিক্টরের মা নমিতা বিশ্বাস জানিয়েছেন , তার ছোটো ছেলে ভিক্টর বন্ধুদের সাথে গত রবিবার ৪ আগষ্ট তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায় ৷

সোমবার জল নিয়ে মন্দিরেও পৌঁছায় বলে জানিয়েছে বন্ধুরা ৷ কিন্তু এরপর থেকেই ভিক্টরের আর সন্ধান মেলেনি ৷ ৫ তারিখ জল ঢালার পর্ব সেরে অনেক বন্ধু বাড়ি ফিরে এলেও ভিক্টর ফিরে আসেনি ৷ শেষে ৭ ই আগষ্ট ভিক্টরের পরিবার থেকে তারকেশ্বর থানায় লিখিত ভাবে নিখোঁজের অভিযোগ জানানো হয় ৷

যদিও অভিযোগের দুদিন পরেও কোনো সন্ধান নেই ভিক্টরের ৷শেষ পর্যন্ত শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে ছেলেকে ফিরে পেতে অসহায়তা প্রকাশ করেন ভিক্টরের মা নমিতা দেবী ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top