রোশনের সময় কেউ মুখ খুলতে পারতনা কটাক্ষে অনিত থাপা

রোশনের সময় কেউ মুখ খুলতে পারতনা কটাক্ষে অনিত থাপা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ নভেম্বর ২০২০ দার্জিলিং: দীর্ঘদিন ৩ বছর পর পাহাড়ে ফিরছে রোশন গিরি। তাই নিয়ে উৎসাহিত গোর্খা জনমুক্তি মোর্চার বিমল পন্থী শিবির।

এদিন জিটিএ চেয়ারম্যান কালিম্পং ডেলোতে এক রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান বিগত তিন বছরের চেষ্টায় শান্তি ফিরছে পাহাড়ে। পাহাড় সকলের জন্য, যে কেউ আসতে পারে পাহাড়ে। তবে আশার পেছনে কি উদেশ্য রয়েছে তা জানতে হবে। পাহাড়ে নতুন করে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। রোশন গিরির জনসভা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনিত থাপা জানায় ডেমোক্রেসি’তে সবারই বলার অধিকার রয়েছে। আমাদের সময় সবাইকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি।

আরও পড়ুন…দোকান বসাকে কেন্দ্র করে বোলপুরে সোনাঝুরি হাট এ ব্যবসায়ীদের বচসা

তাদের সময় কাউরই মুখ খোলার অধিকার ছিল না এই বলে রোশনকে কড়া ভাষাতে কটাক্ষ করল অনিত থাপা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top