১৯ আগস্ট (August) মুক্তি পাচ্ছে জয়া (Jaya) আহসানের ‘বিনিসুতোয়’

১৯ আগস্ট (August) মুক্তি পাচ্ছে জয়া (Jaya) আহসানের ‘বিনিসুতোয়’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Jaya
১৯ আগস্ট (Aughst) মুক্তি পাচ্ছে জয়া (Jaya) আহসানের 'বিনিসুতোয়'
ছবি সংগ্রহ – সাইন টিভি

 

করোনা আবহের কারণে  দীর্ঘদিন  বন্ধ থাকার পর কলকাতার সিনেমা হলে পুনরায় দর্শক ফিরছে আগামী ১৯ আগস্ট (August)। এ দিন মুক্তি পাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’। ২০১৯ সালে শুট শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।

জানা গেছে, সিনেমাটিতে দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া (Jaya)। জয়া (Jaya) ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকে। ১৫ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।

 

গল্পে দেখা যাবে, মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজল। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যায় তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হয় শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা; এর আগে তাঁর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া (Jaya) । ২০১৯ সালে শুট শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।

 

আর ও পড়ুন  চরম অবহেলায় স্বাধীনতা ( Independence ) সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাসের বেদী

 

২০১৯ সালে শুট শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া (Jaya) আহসান। একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া (Jaya)। এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’।

 

উল্লেখ্য,  সিনেমাটিতে দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। জয়া ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকে। ১৫ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা; এর আগে তাঁর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া (Jaya)।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top