দিকে এগিয়ে যেতে চান বাংলাদেশের জনপ্রয় চিত্র নায়িকা পরীমণি। নতুন করে জীবন শুরু করে বাঁচতে চান। সোমবার এমনই ইঙ্গিত দিলেন তিনি।
রবিবার তিনি বাংলাদেশের তারকা অভিনেতা সলমন শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতার ছবির গান গেয়েছেন। পরের দিন সোমবার সকালে নায়িকার বার্তা, ‘আপনি জীবনকে ভালবাসুন। যে জীবন ভালবাসেন, সে ভাবেই জীবন যাপন করুন। নিজের শর্তে বাঁচুন।’ পরীমনির এই বার্তার পর রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে।
পরীমনি মাদক কান্ডে গ্রফতারের পর তাকে নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না। তবে সেসবের তোয়াক্কা না করে পরীমণি নিজের মনের কথা শুনছেন। নিজের সাজবদল করেছেন অভিনেত্রী।
আর ও পড়ুন সুখবর, রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ, কবে ? জানুন
পরিচালক রাশিদ পলাশের জন্মদিনে সাজসজ্জায় ‘বেগনি বিপ্লব’-এর পর সপ্তাহের প্রথম দিন তিনি যেন কিশোরী। তিনি লালের উপর সাদা ফোঁটার ছোট পোশাক পরেছেন। একই ধরনের জুতো। দু’পাশে দু’টি পনিটেল। সঙ্গে মিষ্টি হাসি। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।
তবে আচমকা মাদক মামলায় গ্রেফতারি পরীমণি বদলে ফেলেছে নিজেকে। জামিন পাওয়ার পরেই যেন দ্বিগুণ সাহসী, আত্মবিশ্বাসী হয়েছেন। হাতের তালুতে মেহেন্দিরঙা প্রতিবাদ বার্তা, জ্বলন্ত সিগারেট হাতে খোলামেলা হতেও আর কোনও দ্বিধা নেই অভিনেত্রীর। আর এভাবেই নিজের মতো করে এগিয়ে চলেছেন পরীমনি।
উল্লেখ্য, রবিবার তিনি বাংলাদেশের তারকা অভিনেতা সলমন শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতার ছবির গান গেয়েছেন। পরের দিন সোমবার সকালে নায়িকার বার্তা, ‘আপনি জীবনকে ভালবাসুন। যে জীবন ভালবাসেন, সে ভাবেই জীবন যাপন করুন। নিজের শর্তে বাঁচুন।’ পরীমনির এই বার্তার পর রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে।
পরীমনি মাদক কান্ডে গ্রফতারের পর তাকে নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না। তবে সেসবের তোয়াক্কা না করে পরীমণি নিজের মনের কথা শুনছেন। নিজের সাজবদল করেছেন অভিনেত্রী।
পরিচালক রাশিদ পলাশের জন্মদিনে সাজসজ্জায় ‘বেগনি বিপ্লব’-এর পর সপ্তাহের প্রথম দিন তিনি যেন কিশোরী। তিনি লালের উপর সাদা ফোঁটার ছোট পোশাক পরেছেন। একই ধরনের জুতো। দু’পাশে দু’টি পনিটেল। সঙ্গে মিষ্টি হাসি। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।