মূল্যবৃদ্ধির ধাক্কা এবার বেনারসি শাড়িতেও

মূল্যবৃদ্ধির ধাক্কা এবার বেনারসি শাড়িতেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ধাক্কা

মূল্যবৃদ্ধির ধাক্কা এবার বেনারসি শাড়িতেও।  বেনারসি শাড়ি! বললেই মনের ভেতরটা কেমন করে ওঠে না? বেশ একটা বিয়ে বিয়ে টাইপের ফিলিংস আসে। কনের সাজ ঠিকমতো না হলে বিয়ের জৌলুসই মাটি। আর সাজের প্রথম শর্ত, একটি নজরকাড়া বেনারসি শাড়ি। বিয়ের কনে মানেই এক গা গয়না আর সঙ্গে মনের মতো বেনারসি। গত কয়েক মাসে সব জিনিসই দামি হয়ে গিয়েছে।

 

দেখা যাচ্ছে, সারা ভারতে নাম রয়েছে সেই বেনারসি শাড়িও তার থেকে বাদ পড়েনি। মহার্ঘ্য হয়ে উঠতে চলেছে সেটিও। আর তাই শিল্পীরা মহাপঞ্চায়েত ডেকেছিলেন। আসলে বারাণসীর নাটী ইমলি এলাকায় বসেছিল ওই মহাপঞ্চায়েত। সেখানে রয়েছে শাড়ি শিল্পীদের কলোনি।

 

তারপর ঠিক হয়েছে, তাঁদের মজুরি বাড়ানো হবে ২০ শতাংশ। এবং স্থানীয় স্তরে বেনারসি শাড়ি-র বিক্রির দাম ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে। এবং মজুরি এবং শাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠক যাতে ঠিকঠাক হয়, তাই এদিন তাঁরা কাজকর্ম বন্ধ রেখেছিলেন।

 

আর ও  পড়ুন    আগামীকাল থেকে রাজ্যে উন্নতি ঘটবে আবহাওয়ার

 

এই মহাপঞ্চায়েত বারাণসীর নাটি ইমলি বেনারসি  শিল্পী কলোনির বাকরাবাদ ময়দানে বসেছিল। দিন কয়েক আগে বৈঠকের ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে সেই মতো তাঁরা আর কাজ করেননি। সেখানে হাজির হয়েছিলেন প্রবীণ শিল্পী। সেইসঙ্গে যোগ দিয়েছিলেন তাঁদের সহকারীরাও। মহাপঞ্চায়েতে আলোচনা করা হয়। সমস্যা নিয়ে কথা বলা হয়। আর তারপর তাঁরা সিদ্ধান্ত নেন।

 

বৈঠকের পর তঞ্জিম চৌহদ্দির প্রবীণ শিল্পী মকবুল হাসান জানিয়েছেন, তাঁরে বেশ সমস্যায় পড়েছেন। অবস্থা এমন হয়েছে যে তাঁদের ব়ুটিরুজি জোগানো সমস্যার হয়ে পড়েছে। এই বৈঠক যাতে ঠিকঠাক হয়, তাই এদিন তাঁরা কাজকর্ম বন্ধ রেখেছিলেন। এই মহাপঞ্চায়েত বারাণসীর নাটি ইমলি বেনারসি  শিল্পী কলোনির বাকরাবাদ ময়দানে বসেছিল। দিন কয়েক আগে বৈঠকের ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য,মূল্যবৃদ্ধির ধাক্কা এবার বেনারসি শাড়িতেও।  বেনারসি শাড়ি! বললেই মনের ভেতরটা কেমন করে ওঠে না? বেশ একটা বিয়ে বিয়ে টাইপের ফিলিংস আসে। কনের সাজ ঠিকমতো না হলে বিয়ের জৌলুসই মাটি। আর সাজের প্রথম শর্ত, একটি নজরকাড়া বেনারসি শাড়ি। বিয়ের কনে মানেই এক গা গয়না আর সঙ্গে মনের মতো বেনারসি। গত কয়েক মাসে সব জিনিসই দামি হয়ে গিয়েছে।

 

দেখা যাচ্ছে, সারা ভারতে নাম রয়েছে সেই বেনারসি শাড়িও তার থেকে বাদ পড়েনি। মহার্ঘ্য হয়ে উঠতে চলেছে সেটিও। আর তাই শিল্পীরা মহাপঞ্চায়েত ডেকেছিলেন। আসলে বারাণসীর নাটী ইমলি এলাকায় বসেছিল ওই মহাপঞ্চায়েত। সেখানে রয়েছে শাড়ি শিল্পীদের কলোনি। তারপর ঠিক হয়েছে, তাঁদের মজুরি বাড়ানো হবে ২০ শতাংশ। এবং স্থানীয় স্তরে বেনারসি শাড়ি-র বিক্রির দাম ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে। এবং মজুরি এবং শাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠক যাতে ঠিকঠাক হয়, তাই এদিন তাঁরা কাজকর্ম বন্ধ রেখেছিলেন।

 

এই মহাপঞ্চায়েত বারাণসীর নাটি ইমলি বেনারসি  শিল্পী কলোনির বাকরাবাদ ময়দানে বসেছিল। দিন কয়েক আগে বৈঠকের ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে সেই মতো তাঁরা আর কাজ করেননি। সেখানে হাজির হয়েছিলেন প্রবীণ শিল্পী। সেইসঙ্গে যোগ দিয়েছিলেন তাঁদের সহকারীরাও। মহাপঞ্চায়েতে আলোচনা করা হয়। সমস্যা নিয়ে কথা বলা হয়। আর তারপর তাঁরা সিদ্ধান্ত নেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top