বিধাননগরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে জাদুকর পি সি সরকার জুনিয়র

বিধাননগরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে জাদুকর পি সি সরকার জুনিয়র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জাদুকর

রবিবাসরীয় ভোট প্রচারে বিধাননগর পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে জাদুকর পি সি সরকার জুনিয়র। অন্যদিকে সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচার সারলেন মীনাক্ষী মুখার্জি। আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পৌর নিগম নির্বাচন। তার আগে শেষ রবিবারের ভোট প্রচারে ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে আসেন জাদুকর পি সি সরকার জুনিয়র।

 

পিসি সরকার জুনিয়র জানান, আমি একজন ভালো লোকের হয়ে দাঁড়িয়েছি। আপনারা আর ভুল করবেন না। ভুল করা ঠিক করা আপনার হাতে। আপনাদের ভুলের সঙ্গে আমাদের নিজেদের কপাল টা তো জড়িয়ে থাকে। সেজন্য অনুরোধ করছি আর ভুল করবেন না।

 

অন্যদিকে ৩০ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অরিন্দম দাসের সমর্থনে ভোট প্রচারে আসেন মীনাক্ষী মুখার্জি। বৈশাখী এলাকায় বিভিন্ন আবাসনে প্রচার সারেন তিনি। তিনি বলেন, ভোট যদি মানুষের হয় তাহলে বিধাননগরে মানুষের পৌর ভোট বামেরাই পরিচালনা করবে। রাজ্যের সরকার তো নিজের উন্নয়নের কথা বলে ভোট চাইছেন। আসলে নিজেদের উন্নয়নের প্রতি নিজেদেরই আস্থা নেই। যদি আস্থা থাকত তাহলে লুট করতে হতো না। এবারও লুট করবেন।

 

আর ও পড়ুন    প্রয়াত লতা মঙ্গেশকর, দেশজুড়ে শোকের ছায়া

 

কলকাতা করপোরেশন নির্বাচনে তো দেখিয়ে দিয়েছেন যে নিজেদের উন্নয়নের প্রতি নিজেদের আস্থা নেই। আমরা ভয় পাচ্ছি কিন্তু ভয় পাওয়ার সাথে সাথে মিডিয়া পুলিশ এবং কমিশনকে আমরা বলব আপনারা আপনাদের দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করুন। ভোটটা যখন মানুষের জন প্রতিনিধি যখন মানুষের তাই মানুষকে বাদ দিয়ে ভোট লুট সন্ত্রাস হুমকি ভয়কে কেন প্রাধান্য দিচ্ছেন।

 

উল্লেখ্য, রবিবাসরীয় ভোট প্রচারে বিধাননগর পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে জাদুকর পি সি সরকার জুনিয়র। অন্যদিকে সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচার সারলেন মীনাক্ষী মুখার্জি। আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পৌর নিগম নির্বাচন।

 

তার আগে শেষ রবিবারের ভোট প্রচারে ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে আসেন জাদুকর পি সি সরকার জুনিয়র। পিসি সরকার জুনিয়র জানান, আমি একজন ভালো লোকের হয়ে দাঁড়িয়েছি। আপনারা আর ভুল করবেন না। ভুল করা ঠিক করা আপনার হাতে। আপনাদের ভুলের সঙ্গে আমাদের নিজেদের কপাল টা তো জড়িয়ে থাকে। সেজন্য অনুরোধ করছি আর ভুল করবেন না।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top