খুনের মামলায় অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল ইসলামপুর আদালতে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালতে খুনের মামলায় অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহাকুমা আদালতে বিচারক। ২০১৫ সালে চোপরা থানার একটি খুনের মামলায় অভিযুক্ত তাপস মহন্ত এবং কার্তিক মহন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সোনা মহন্ত কে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে । বিচার চলার পড়ে মহকুমা আদালতে এইদিন সাজা ঘোষণা হয়েছে ।
সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানিয়েছে ২০১৫ সালে ২৪ চব্বিশে মার্চ চোপরা থানার সুভাষ নগর এলাকায় যুবক সোনা মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাপস মাহন্ত ও কার্তিক মহন্ত । পরের দিন সকালে জাতীয় সড়কের ধারে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় সোনা মহন্ত ।
তাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এরপরে মৃতের মা সুচিত্রা মহান্ত খুনের মামলা দায়ের করে , সরকারি আইনজীবী মুক্তার আহমেদ আসুন নেই এইদিন অভিযুক্তদের সাজা হওয়াতে মৃতের পরিবার বলছে এই রায় সত্যের জয় , আইনের জয় হয়েছে, কি বললেন অভিযোগকারী মৃতের মা আসুন শুনে নেই।
আর ও পড়ুন অভিষেক ব্যানার্জির থেকে বেশি দাপট উদয়ন গুহের, বললেন সুজন
উল্লেখ্য, খুনের মামলায় অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল ইসলামপুর আদালতে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালতে খুনের মামলায় অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহাকুমা আদালতে বিচারক। ২০১৫ সালে চোপরা থানার একটি খুনের মামলায় অভিযুক্ত তাপস মহন্ত এবং কার্তিক মহন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সোনা মহন্ত কে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে । বিচার চলার পড়ে মহকুমা আদালতে এইদিন সাজা ঘোষণা হয়েছে ।
সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানিয়েছে ২০১৫ সালে ২৪ চব্বিশে মার্চ চোপরা থানার সুভাষ নগর এলাকায় যুবক সোনা মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাপস মাহন্ত ও কার্তিক মহন্ত । পরের দিন সকালে জাতীয় সড়কের ধারে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় সোনা মহন্ত । তাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এরপরে মৃতের মা সুচিত্রা মহান্ত খুনের মামলা দায়ের করে , সরকারি আইনজীবী মুক্তার আহমেদ আসুন নেই এইদিন অভিযুক্তদের সাজা হওয়াতে মৃতের পরিবার বলছে এই রায় সত্যের জয় , আইনের জয় হয়েছে, কি বললেন অভিযোগকারী মৃতের মা আসুন শুনে নেই।