বিষ তেল দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ, পুকুরে মাছের মড়ক। থানায় অভিযোগ দায়ের। গোবরডাঙ্গা থানার জানাপুল এলাকার ঘটনা। জানা গিয়েছে শুভঙ্কর হরি নামে এক ব্যক্তি ১বিঘা ৭কাটার পুকুর সহ প্রায় পৌনে তিন বিঘা জমি এক ব্যক্তির কাছ থেকে নিয়ে চাষ করছিলেন সুভঙ্কর ।
গত বছর আগস্ট মাসে পুকুরে ৫০ হাজার টাকার মাছ ছাড়ে একটি ব্যাংক থেকে লোন নিয়ে। শুভঙ্কর ও তার পরিবারের অভিযোগ আশেপাশের কয়েকজন যুবক ওই জমির দখল নিতে তার সঙ্গে শত্রুতা ও হুমকি দিয়ে আসছিল। রবিবার থেকে ধীরে ধীরে মাছ মরতে শুরু করে।
পুকুর থেকে বিষাক্ত গন্ধে ভরে যায় এলাকা । সোমবার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। ঘটনায় পুকুরের মাছ মেরে দেওয়ার অভিযোগে শুভঙ্করের স্ত্রী টুম্পা হরি গোবরডাঙা থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তে গোবরডাঙা থানা ।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
উল্লেখ্য, বিষ তেল দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ, পুকুরে মাছের মড়ক। থানায় অভিযোগ দায়ের। গোবরডাঙ্গা থানার জানাপুল এলাকার ঘটনা। জানা গিয়েছে শুভঙ্কর হরি নামে এক ব্যক্তি ১বিঘা ৭কাটার পুকুর সহ প্রায় পৌনে তিন বিঘা জমি এক ব্যক্তির কাছ থেকে নিয়ে চাষ করছিলেন সুভঙ্কর ।
গত বছর আগস্ট মাসে পুকুরে ৫০ হাজার টাকার মাছ ছাড়ে একটি ব্যাংক থেকে লোন নিয়ে। শুভঙ্কর ও তার পরিবারের অভিযোগ আশেপাশের কয়েকজন যুবক ওই জমির দখল নিতে তার সঙ্গে শত্রুতা ও হুমকি দিয়ে আসছিল। রবিবার থেকে ধীরে ধীরে মাছ মরতে শুরু করে।
পুকুর থেকে বিষাক্ত গন্ধে ভরে যায় এলাকা । সোমবার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। ঘটনায় পুকুরের মাছ মেরে দেওয়ার অভিযোগে শুভঙ্করের স্ত্রী টুম্পা হরি গোবরডাঙা থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তে গোবরডাঙা থানা ।