বাসন্তী হাইওয়ে থেকে তরল মাদকসহ দুই পাচারকারি গ্রেপ্তার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা মিনাখা থানা বামনপুকুর এলাকার ঘটনা বামন পুকুর শ্মশান এর পাশে বিক্রির উদ্দেশ্যে ৫, লিটার কোডোইন মিকচার নিয়ে তারা ঘোরাঘুরি করছিলেন খবর পায় মিনাখা থানা।
তারপর মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে হানা দেয় এবং হাতেনাতে ধরে ফেলে হাড়োয়া থানার উচিলদহ ভাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা ২২ বছরের পলাশ দাস এবং মিনাখা থানার কুমারজোল এলাকার বাসিন্দা ২৮ বছরের রফিকুল মল্লিক তাদের দু’জনকে গ্রেফতার করে আজ তাদেরকে বারাসাত মহাকুমার আদালতে পাঠানো হয়েছে।
এর পিছনে বড়সড় কোন মাদক পাচার চক্র বা আন্তর্জাতিক কোন মাদক পাচার চক্র জড়িয়ে আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে পাশাপাশি তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠায়।
আর ও পড়ূন বিষ তেল দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ
উল্লেখ্য, বাসন্তী হাইওয়ে থেকে তরল মাদকসহ দুই পাচারকারি গ্রেপ্তার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা মিনাখা থানা বামনপুকুর এলাকার ঘটনা বামন পুকুর শ্মশান এর পাশে বিক্রির উদ্দেশ্যে ৫, লিটার কোডোইন মিকচার নিয়ে তারা ঘোরাঘুরি করছিলেন খবর পায় মিনাখা থানা।
তারপর মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে হানা দেয় এবং হাতেনাতে ধরে ফেলে হাড়োয়া থানার উচিলদহ ভাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা ২২ বছরের পলাশ দাস এবং মিনাখা থানার কুমারজোল এলাকার বাসিন্দা ২৮ বছরের রফিকুল মল্লিক তাদের দু’জনকে গ্রেফতার করে আজ তাদেরকে বারাসাত মহাকুমার আদালতে পাঠানো হয়েছে।
এর পিছনে বড়সড় কোন মাদক পাচার চক্র বা আন্তর্জাতিক কোন মাদক পাচার চক্র জড়িয়ে আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে পাশাপাশি তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠায়।
বাসন্তী হাইওয়ে থেকে তরল মাদকসহ দুই পাচারকারি গ্রেপ্তার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা মিনাখা থানা বামনপুকুর এলাকার ঘটনা বামন পুকুর শ্মশান এর পাশে বিক্রির উদ্দেশ্যে ৫, লিটার কোডোইন মিকচার নিয়ে তারা ঘোরাঘুরি করছিলেন খবর পায় মিনাখা থানা।
তারপর মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে হানা দেয় এবং হাতেনাতে ধরে ফেলে হাড়োয়া থানার উচিলদহ ভাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা ২২ বছরের পলাশ দাস এবং মিনাখা থানার কুমারজোল এলাকার বাসিন্দা ২৮ বছরের রফিকুল মল্লিক তাদের দু’জনকে গ্রেফতার করে আজ তাদেরকে বারাসাত মহাকুমার আদালতে পাঠানো হয়েছে।এর পিছনে বড়সড় কোন মাদক পাচার চক্র বা আন্তর্জাতিক কোন মাদক পাচার চক্র জড়িয়ে আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে পাশাপাশি তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠায়।