হাওড়াতে ট্যাক্সি স্ট্যান্ডে হলুদ ট্যাক্সির সংখ্যা কম। হাওড়াতে প্রভাব না থাকলেও হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে হলুদ ট্যাক্সির সংখ্যা কম। দুর্ভোগে যাত্রীরা। বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের বন্ধে স্বাভাবিক রয়েছে জন জীবন। জেলার কোথাও এখনো বন্ধের প্রভাব সেভাবে চোখে পড়ল না।
জেলার বেশ কিছু স্থানে আজকে বামেরা বন্ধের সমর্থনে মিছিল করে। যদিও সতর্ক প্রশাসন কড়া হাতে মোকাবিলা করে পরিস্থিতির। আটচল্লিশ ঘন্টায় বামেদের ভারত বন্ধে সেভাবে কোন প্রভাব হাওড়ায় না পড়লেও শহরে বিভিন্ন অংশে বন্ধের সমর্থনে মিছিল করে বাম কর্মী সমর্থকদের ।
হাওড়া স্টেশন চত্বরে হলুদ প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে অনেক্ষন অপেক্ষা করতে দেখতে পাওয়া যায় যাত্রীদের। প্রিপেড বুথে অগ্রিম ভাড়া মিটিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা দীর্ঘক্ষণ ধরে করেন যাত্রীরা। কেউ বা আধ ঘন্টা আবার কেউ তারও বেশি।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
বর্ধমান কাটোয়া থেকে আগত আয়েশা সুলতানা বলেন প্রায় আধা ঘন্টা ধরে তারা লাইনে অপেক্ষা করছেন। প্রিপেড বুথে ট্যাক্সির সংখ্যা কম আজকে। তিনি যাবেন তারাতলা। তাই ট্যাক্সি না পেলে অন্য কোনো পরিবহন মাধ্যমকে বেছে নিতে হবে বলে জানান তিনি।
পাশাপাশি অপর এক যাত্রী শেখ সুরাবুদ্দিন জানান প্রায় পনেরো মিনিট ধরে অপেক্ষা করছেন তিনি। ট্যাক্সির সংখ্যা কম রয়েছে আজকে। বন্ধের কথা জানতেন তিনি। যদিও হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাল, দূরপাল্লার ও লোকাল ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে বলেই সূত্রের খবর। অন্যান্য দিনের মতোই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও হাওড়া ব্রিজেও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, হাওড়াতে ট্যাক্সি স্ট্যান্ডে হলুদ ট্যাক্সির সংখ্যা কম। হাওড়াতে প্রভাব না থাকলেও হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে হলুদ ট্যাক্সির সংখ্যা কম। দুর্ভোগে যাত্রীরা। বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের বন্ধে স্বাভাবিক রয়েছে জন জীবন। জেলার কোথাও এখনো বন্ধের প্রভাব সেভাবে চোখে পড়ল না।জেলার বেশ কিছু স্থানে আজকে বামেরা বন্ধের সমর্থনে মিছিল করে। যদিও সতর্ক প্রশাসন কড়া হাতে মোকাবিলা করে পরিস্থিতির। আটচল্লিশ ঘন্টায় বামেদের ভারত বন্ধে সেভাবে কোন প্রভাব হাওড়ায় না পড়লেও শহরে বিভিন্ন অংশে বন্ধের সমর্থনে মিছিল করে বাম কর্মী সমর্থকদের ।
হাওড়া স্টেশন চত্বরে হলুদ প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে অনেক্ষন অপেক্ষা করতে দেখতে পাওয়া যায় যাত্রীদের। প্রিপেড বুথে অগ্রিম ভাড়া মিটিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা দীর্ঘক্ষণ ধরে করেন যাত্রীরা। কেউ বা আধ ঘন্টা আবার কেউ তারও বেশি।