Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অনুব্রত মণ্ডলের-জানালেন এসএসকেএ......

মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অনুব্রত মণ্ডলের-জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা!

মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অনুব্রত মণ্ডলের-জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অনুব্রত মণ্ডলের-জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা!  সরোজ মণ্ডল৷ সাথে এও জানালেন যে,আপাতত এই কারণে অনুব্রতকে হাসপাতালেই ভর্তি থাকতে হবে।এ বিষয়ে,অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে জানিয়েছেন, “চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷”প্রসঙ্গত,বুধবার নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর ডাকে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে তিনি সোজাসুজি এসএসকেএম হাসপাতালে চলে যান।কারণ, আগের দিন রাত থেকেই তিনি অসুস্থ বলে জানিয়েছেন তিনি।

 

তাই এস এস কে এম এ ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়৷এরপরই হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠিত হয় আট সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি বলেও জানা গেছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করছিলেন তৃণমূল নেতা৷ পরীক্ষার প্রাথমিক রিপোর্টে বলছে,অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা রয়েছে৷ এক্ষেত্রে চিকিৎসক সরোজ মণ্ডল জানান,মাইল্ড হার্ট অ্যাটাকের কারণেই তৃণমূল নেতার বুকে ব্যথা হয়েছে। সূত্রের খবরে আরো জানা গেছে,আগে থেকেই অনুব্রত মণ্ডলের স্লিপ অ্যাপনিয়া এবং উচ্চ রক্তচাপের সমস্যা ছিল।

আর ও পড়ুন     টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক

আর তাই এই পরিস্থিতিতে তাকে আরো কিছু পরীক্ষা করাতে হবে বলে মত চিকিৎসকদের।এছাড়াও,তারা জানান,অনুব্রত মণ্ডলের প্রস্টেটেরও সমস্যা রয়েছে, তার জন্য ইউরিন কালচার ও পরীক্ষা করা হবে। অন্যদিকে,অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী এ দিন নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের সাথে দেখা করে অনুব্রত মন্ডলের অসুস্থতার কথা উল্লেখ করে তাদের হাতে একটি চিঠি তুলে দেন৷ বিষয়টি নিয়ে, অনুূব্রত মণ্ডলের অন্যতম আইনজীবী অনির্বান গুহ ঠাকুরতা নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেন, “এমন একটি মামলায় তাঁকে জড়ানো হচ্ছে যার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নেই৷ সঠিক তদন্ত হলেই সেকথা প্রমাণিত হবে৷ তবু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করতে তৈরি, চিঠি দিয়ে সেকথাই জানানো হয়েছে সিবিআই-কে৷”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top