ত্রিপুরায় জিতবে বিজেপি, আদর্শ মেনে চলাদের কেই রাখা হবে পার্টিতে, বক্তা, সর্ব ভারতীয় সহ সভাপতির। জলপাইগুড়িতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন ত্রিপুরায় বিজেপি জিতবে ওখানকার মানুষ বিজেপিকে চাইছে।
বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছেন জেলা সম্পাদক বাপি গোস্বমি সহ দলের কর্মীদের সঙ্গে। *আসন্ন পঞ্চায়েত ভোট দলবদল প্রসঙ্গে তিনি জানান দলবদল চলবেই পশ্চিমবাংলা রাজনীতি এমনই। গত পঞ্চায়েত ভোটে ভালো-মন্দ দলে বহু মানুষ এসেছিল । এবার বেছে নেওয়া হবে, যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে ভালোবাসবে যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে তাদেরই দলে রাখা হবে।
আরও পড়ুন – ঘুরতে যাওয়ার নাম করে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ
উল্লেখ্য, ত্রিপুরায় জিতবে বিজেপি, আদর্শ মেনে চলাদের কেই রাখা হবে পার্টিতে, বক্তা, সর্ব ভারতীয় সহ সভাপতির। জলপাইগুড়িতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন ত্রিপুরায় বিজেপি জিতবে ওখানকার মানুষ বিজেপিকে চাইছে।
বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছেন জেলা সম্পাদক বাপি গোস্বমি সহ দলের কর্মীদের সঙ্গে। *আসন্ন পঞ্চায়েত ভোট দলবদল প্রসঙ্গে তিনি জানান দলবদল চলবেই পশ্চিমবাংলা রাজনীতি এমনই। গত পঞ্চায়েত ভোটে ভালো-মন্দ দলে বহু মানুষ এসেছিল । এবার বেছে নেওয়া হবে, যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে ভালোবাসবে যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে তাদেরই দলে রাখা হবে।