টক টু এস জে ডি এর মধ্য দিয়ে সমস্যার কথা শুনলেন সৌরভ

টক টু এস জে ডি এর মধ্য দিয়ে সমস্যার কথা শুনলেন সৌরভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টক টু এস জে ডি এর মধ্য দিয়ে সমস্যার কথা শুনলেন সৌরভ। টক টু মেয়রের সাফল্যর পর এবার নাগরিকদের সমস্যার কথা জানতে টক টু এস জে ডি এ পরিশেবা চালু করলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ।গত সোমবার একটি ওয়াটস আপ নাম্বারের উদ্ভোধন করেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তি।মঙ্গলবার থেকে শুরু হয় এই পরিশেবা।।এদিন ওয়াটস আপে বেশ কয়েকজন তাদের সমস্যার কথা লিখিত ভাবে জানান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তিকে।

 

পরবর্তিতে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন তিনি। সৌরভ চক্রবর্তি জানান,ইতিমধ্য ১৪জন নাগরিক তাদের সমস্যার কথা জানিয়েছেন।বেশ কয়েকজনের সঙ্গে ফোনে কথাও হয়েছে। তিনি জানান সোমবার থেকে শনিবার পর্যন্ত হোয়াটস অ্যাপে আসা সমস্থ ম্যাসেজকে খতিয়ে দেখার পর রবিবার করে যাদের সঙ্গে প্রয়োজন সেই সমস্থ নাগরিকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।।।

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

উল্লেখ্য, টক টু এস জে ডি এর মধ্য দিয়ে সমস্যার কথা শুনলেন সৌরভ। টক টু মেয়রের সাফল্যর পর এবার নাগরিকদের সমস্যার কথা জানতে টক টু এস জে ডি এ পরিশেবা চালু করলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ।গত সোমবার একটি ওয়াটস আপ নাম্বারের উদ্ভোধন করেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তি।মঙ্গলবার থেকে শুরু হয় এই পরিশেবা।।এদিন ওয়াটস আপে বেশ কয়েকজন তাদের সমস্যার কথা লিখিত ভাবে জানান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তিকে।

 

পরবর্তিতে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন তিনি। সৌরভ চক্রবর্তি জানান,ইতিমধ্য ১৪জন নাগরিক তাদের সমস্যার কথা জানিয়েছেন।বেশ কয়েকজনের সঙ্গে ফোনে কথাও হয়েছে। তিনি জানান সোমবার থেকে শনিবার পর্যন্ত হোয়াটস অ্যাপে আসা সমস্থ ম্যাসেজকে খতিয়ে দেখার পর রবিবার করে যাদের সঙ্গে প্রয়োজন সেই সমস্থ নাগরিকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top