দোলনচা নদীর ভেঙে যাওয়া সাঁকো মেরামত করলেন গ্রামবাসীরা

দোলনচা নদীর ভেঙে যাওয়া সাঁকো মেরামত করলেন গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দোলনচা নদীর ভেঙে যাওয়া সাঁকো মেরামত করলেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় জলের তোরে ভেঙে যাওয়া সাঁকো মেরামত করছে গ্রামবাসীরা। তাদের দাবি চলাচলের যোগ্য কিছু একটা দরকার। জলের তোড়ে ভেসে যাওয়া সাঁকো মেরামত না করলে তারা যাতায়াত করতে পারছেন না তাদের খুবই অসুবিধা হচ্ছে। দোলনচা নদীর ভেঙে যাওয়া সাঁকো তারা মেরামত করছেন। বাঁশ দিয়ে নতুন করে আবার সেই স্থানে বানিয়ে নিচ্ছেন। তারা জানান চলাচল করতে খুবই অসুবিধা নদীর ওপারে ডাঙ্গাপাড়া যক্তাগাঁও সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে তাদের প্রত্যেকেরই যাতায়াতের ক্ষেত্রে এই টি গুরুত্বপূর্ণ।

 

ইসলামপুর শহরের সঙ্গে তাদের যাতায়াতের মূল পথ এটি নইলে অনেক ঘুরে আসতে হয়। যার ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছে গ্রামবাসীরা। তাই তারা নিজেরাই বানিয়ে নিচ্ছে নতুন সাঁকো।তাদের দাবি সব্বাইকে জড়ানো হয়েছে নেতা মন্ত্রী আমলা সবাই বলছে স্বাধীনতার পর থেকে আজ অব্দি হয়নি পাকা সেতু। এলাকার সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই সাঁকো সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার ঠিক জানা নেই কি হয়েছে ওই সাঁকোটির এবং তিনি ব্যবস্থা গ্রহণ করার ও আশ্বাস দিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় জলের তোরে ভেঙে যাওয়া সাঁকো মেরামত করছে গ্রামবাসীরা। তাদের দাবি চলাচলের যোগ্য কিছু একটা দরকার।

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

জলের তোড়ে ভেসে যাওয়া সাঁকো মেরামত না করলে তারা যাতায়াত করতে পারছেন না তাদের খুবই অসুবিধা হচ্ছে। দোলনচা নদীর ভেঙে যাওয়া সাঁকো তারা মেরামত করছেন।বাঁশ দিয়ে নতুন করে আবার সেই স্থানে বানিয়ে নিচ্ছেন। তারা জানান চলাচল করতে খুবই অসুবিধা নদীর ওপারে ডাঙ্গাপাড়া যক্তাগাঁও সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে তাদের প্রত্যেকেরই যাতায়াতের ক্ষেত্রে এই টি গুরুত্বপূর্ণ। ইসলামপুর শহরের সঙ্গে তাদের যাতায়াতের মূল পথ এটি নইলে অনেক ঘুরে আসতে হয়। যার ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছে গ্রামবাসীরা। তাই তারা নিজেরাই বানিয়ে নিচ্ছে নতুন সাঁকো।তাদের দাবি সব্বাইকে জড়ানো হয়েছে নেতা মন্ত্রী আমলা সবাই বলছে স্বাধীনতার পর থেকে আজ অব্দি হয়নি পাকা সেতু।

 

এলাকার সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন বিষয়টি তার কাছে কেউ জানায়নি এলাকা থেকে তিনি খোঁজ নিয়ে দেখবেন মানুষের অসুবিধা দূর করার চেষ্টাও করবেন তিনি আরো বলেন এমপি ল‍্যড থেকে বড় কাজ করা সম্ভব নয় তিনি আবেদন করবেন । পন্ডিতপোঁতা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা পারভিন জানান এলাকার লোকের অসুবিধা হচ্ছে। ব্রিজ হলে খুব ভালো হয়। তিনি আরো বলেন জেলাকে জানিয়েছি, সমস্ত বিষয়।পঞ্চায়েত থেকে এত বড় কাজ করা সম্ভব নয় তিনি আবারও জানাবেন বলে জানান। তিনি বলেন ব্রিজ হলে সাধারণ মানুষের খুব উপকার হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top