ময়নাগুড়িতে শ্রম দপ্তরের উদ্যোগে ,একটি সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে, ময়নাগুড়ি ব্লক অফিসে ‘বিনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনার’ ওপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সোমবার দুপুরে BDO অফিসের হলঘরে সভার সূচনা করেন ময়নাগুড়ির BDO শুভ্র নন্দী। এরপর জেলা অ্যাসিস্টেন্ট লেবার কমিশনার প্রদীপ তামাং ও ব্লক লেবার অফিসার দীপঙ্কর সরকার প্রকল্পের বিষয়ে সচেতন করেন।
এদিন এই প্রকল্পের ওপর কয়েকজনকে ভবিষ্যৎ নিধির টাকা প্রদান করা হয়। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, মাধবডাঙ্গা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায়, আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, বার্নিশ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী তরফদার সহ শ্রম দপ্তরের শ্রমো সংগঠক ও কালেক্টিং এজেন্ডরা। এদিন ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্পটি যাতে গ্রাম স্তরে ছড়িয়ে পড়ে এই বিষয়ের উপর জোর দেওয়ার কথা জানান ডেপুটি লেবার কমিশনার প্রদীপ তামাং সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া।
আরও পড়ুন – একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে, ময়নাগুড়ি ব্লক অফিসে ‘বিনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনার’ ওপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সোমবার দুপুরে BDO অফিসের হলঘরে সভার সূচনা করেন ময়নাগুড়ির BDO শুভ্র নন্দী। এরপর জেলা অ্যাসিস্টেন্ট লেবার কমিশনার প্রদীপ তামাং ও ব্লক লেবার অফিসার দীপঙ্কর সরকার প্রকল্পের বিষয়ে সচেতন করেন। এদিন এই প্রকল্পের ওপর কয়েকজনকে ভবিষ্যৎ নিধির টাকা প্রদান করা হয়।
এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, মাধবডাঙ্গা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায়, আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, বার্নিশ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী তরফদার সহ শ্রম দপ্তরের শ্রমো সংগঠক ও কালেক্টিং এজেন্ডরা। এদিন ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্পটি যাতে গ্রাম স্তরে ছড়িয়ে পড়ে এই বিষয়ের উপর জোর দেওয়ার কথা জানান ডেপুটি লেবার কমিশনার প্রদীপ তামাং সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া।