দুই লক্ষ টাকার অধিক বিদেশি মদ সহ গ্রেফতার ৫ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা ও মেডিকেল ফাঁড়ির পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য৷ শনিবার রাতে মাটিগাড়া থানার অন্তর্গত দুটি জায়গায় ও মেডিকেল ফাঁড়ির একটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার অধিক বিদেশি মদ সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে রানীডাঙ্গা দূর্গা মন্দির,কদমতলা ও শিবমন্দির এলাকায় শনিবার রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ৷পুলিশ সূত্রে জানা গেছে রানীডাঙ্গা দুর্গা মন্দির ও কদমতলায় দুটি হোটেলে অবৈধ ভাবে চলছিল মদের ব্যবসা। দুটি হোটেলে অভিযান চালিয়ে সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়।ধৃত চারজনের নাম সতিস সেবাস্টিয়ান,উজ্বল রায়,যোগেশ সেওয়া ও রাজ ছেত্রী।
গত রাতে শিবমন্দিরের এলাকায় আরো একটি দোকানে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।সেখান থেকেও দেশি-বিদেশি মদ সহ একজন গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ কালওয়ার।আজ ধৃত ৫ ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।তবে মাটিগাড়া থানার পুলিশ তদন্ত করে দেখছে এদের সাথে আর কে কে জড়িত রয়েছে।
আরও পড়ুন – অর্পিতা পার্থের বন্ধ ফ্লাটে অসহায় সারমেয়রা
উল্লেখ্য, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা ও মেডিকেল ফাঁড়ির পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য৷শনিবার রাতে মাটিগাড়া থানার অন্তর্গত দুটি জায়গায় ও মেডিকেল ফাঁড়ির একটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার অধিক বিদেশি মদ সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে রানীডাঙ্গা দূর্গা মন্দির,কদমতলা ও শিবমন্দির এলাকায় শনিবার রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ৷পুলিশ সূত্রে জানা গেছে রানীডাঙ্গা দুর্গা মন্দির ও কদমতলায় দুটি হোটেলে অবৈধ ভাবে চলছিল মদের ব্যবসা।দুটি হোটেলে অভিযান চালিয়ে সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়।ধৃত চারজনের নাম সতিস সেবাস্টিয়ান,উজ্বল রায়,যোগেশ সেওয়া ও রাজ ছেত্রী।
গত রাতে শিবমন্দিরের এলাকায় আরো একটি দোকানে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।সেখান থেকেও দেশি-বিদেশি মদ সহ একজন গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ কালওয়ার।আজ ধৃত ৫ ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।তবে মাটিগাড়া থানার পুলিশ তদন্ত করে দেখছে এদের সাথে আর কে কে জড়িত রয়েছে।