কবি প্রসূন ভৌমিকের জন্মদিনে একক কবিতা পাঠের আসর

কবি প্রসূন ভৌমিকের জন্মদিনে একক কবিতা পাঠের আসর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কবি প্রসূন ভৌমিকের জন্মদিনে একক কবিতা পাঠের আসর। কবি প্রসূন ভৌমিকের ৫৩তম জন্মদিনে কবিএকক কবিতা পাঠ করলেন। বহরমপুর থেকে ২৪ বছর ধরে প্রকাশিত লিটিল ম্যাগাজিন জন্মদিনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলাপরিসদের ট্যুরিজম হাবে হিজল কনফারেন্স হলে রবিবার।রবিবারের এই কবিতা বাসরে প্রাক কথন করেন ওই পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ।সুবীর বাবু পুষ্প স্তবক উত্তরীয় ও স্মারক তুলে দেন।

 

সঞ্চালক রাজীব ঘোষ স্মরণ করিয়ে দেন প্রসূন শুধু কবি নন তিনি লিটিল ম্যাগাজিন আন্দোলনের পাশাপাশি নন্দীগ্রামে গণ আন্দোলনেও অংশ নিয়েছিলেন।কয়েক বছর আগে কোলকাতা পুস্তক মেলায় বরেণ্য বাঙালিদের উপস্থিতি তে জন্মদিন সাহিত্যপত্র সুধীন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার প্রদান করে প্রসূন বাবুকে।এদিন কবি কন্যা ঋষিকা ভৌমিক ও কলকাতার কাবেরী ঘোষের গান সবাইকে স্পর্শ করে।কবিকে শুভেছা জানান কবি অশোক দাস শেখপাড়া জিডি কলেজের সম্পাদক জাহাঙ্গীর ফকির জেলা পরিষদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী নব কুমার সাহা জেলাপরিসদ সদস্যা রুবিয়া সুলতানা শিল্পী সুজয় চক্রবর্তী।

আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

উল্লেখ্য, কবি প্রসূন ভৌমিকের ৫৩তম জন্মদিনে কবিএকক কবিতা পাঠ করলেন।বহরমপুর থেকে ২৪ বছর ধরে প্রকাশিত লিটিল ম্যাগাজিন জন্মদিনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলাপরিসদের ট্যুরিজম হাবে হিজল কনফারেন্স হলে রবিবার।রবিবারের এই কবিতা বাসরে প্রাক কথন করেন ওই পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ।সুবীর বাবু পুষ্প স্তবক উত্তরীয় ও স্মারক তুলে দেন।

 

সঞ্চালক রাজীব ঘোষ স্মরণ করিয়ে দেন প্রসূন শুধু কবি নন তিনি লিটিল ম্যাগাজিন আন্দোলনের পাশাপাশি নন্দীগ্রামে গণ আন্দোলনেও অংশ নিয়েছিলেন।কয়েক বছর আগে কোলকাতা পুস্তক মেলায় বরেণ্য বাঙালিদের উপস্থিতি তে জন্মদিন সাহিত্যপত্র সুধীন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার প্রদান করে প্রসূন বাবুকে।এদিন কবি কন্যা ঋষিকা ভৌমিক ও কলকাতার কাবেরী ঘোষের গান সবাইকে স্পর্শ করে।কবিকে শুভেছা জানান কবি অশোক দাস শেখপাড়া জিডি কলেজের সম্পাদক জাহাঙ্গীর ফকির জেলা পরিষদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী নব কুমার সাহা জেলাপরিসদ সদস্যা রুবিয়া সুলতানা শিল্পী সুজয় চক্রবর্তী। কবিতা পাঠের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top