চোলাই মদ সহ ধৃত এক। প্রশাসনের চোখে ধুলো দিয়ে টোটোতে করেই ভ্রাম্যমানভাবে চলত চোলাই মদ বিক্রি, খবর পেয়েই টোটো অভিযুক্ত যুবককে পাকড়াও করল আফগারি আধিকারিকরা, বাজেয়াপ্ত উদ্ধার হওয়া চোলাই মদ। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের সরাইহাট এলাকার। আফগারি দপ্তর সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে টোটোতে করে চোলাই মদ বহন করে আসছিল এক যুবক। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাদের বক্তব্য টোটোতে করে সরাইহাট সংলগ্ন এলাকায় চলছিল ভ্রাম্যমাণভাবে চোলাই মদ বিক্রি।
ঘটনার খবর আফগারি দপ্তরের আধিকারিকদের কাছে পৌছাতেই আফগারি দপ্তরের আধিকারিকরা সরাইহাট এলাকায় নজরদারি চালানো শুরু করে। এরপর শনিবার টোটোতে চোলাই মদ সহ এক যুবককে গ্রেপ্তার করে আফগারি দপ্তরের আধিকারিকরা। জানা গেছে ধৃত যুবকের নাম মিলন হাজরা। জানা গেছে মিলন হাজরার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। আফগারি দপ্তরের বুনিয়াদপুর সার্কেলের অফিসার ইনচার্জ জ্যোতির্ময় চাকি বলেন আমাদের এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।
আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন
উল্লেখ্য, প্রশাসনের চোখে ধুলো দিয়ে টোটোতে করেই ভ্রাম্যমানভাবে চলত চোলাই মদ বিক্রি, খবর পেয়েই টোটো অভিযুক্ত যুবককে পাকড়াও করল আফগারি আধিকারিকরা, বাজেয়াপ্ত উদ্ধার হওয়া চোলাই মদ। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের সরাইহাট এলাকার। আফগারি দপ্তর সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে টোটোতে করে চোলাই মদ বহন করে আসছিল এক যুবক। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাদের বক্তব্য টোটোতে করে সরাইহাট সংলগ্ন এলাকায় চলছিল ভ্রাম্যমাণভাবে চোলাই মদ বিক্রি।
ঘটনার খবর আফগারি দপ্তরের আধিকারিকদের কাছে পৌছাতেই আফগারি দপ্তরের আধিকারিকরা সরাইহাট এলাকায় নজরদারি চালানো শুরু করে। এরপর শনিবার টোটোতে চোলাই মদ সহ এক যুবককে গ্রেপ্তার করে আফগারি দপ্তরের আধিকারিকরা। জানা গেছে ধৃত যুবকের নাম মিলন হাজরা। জানা গেছে মিলন হাজরার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। আফগারি দপ্তরের বুনিয়াদপুর সার্কেলের অফিসার ইনচার্জ জ্যোতির্ময় চাকি বলেন আমাদের এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।