পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন কাতিক চন্দ্র রায়। স্কুল এডুকেশন এন্ড ডি আই মধ্য দিয়ে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন কাতিক চন্দ্র রায়। জল্পেশ লক্ষীকান্ত উচ্চতা মাধ্যমিক বিদ্যালয়ের, বুধবার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দায়িত্ব ভার তুলে দিলেন,
এসাই অফ স্কুল ময়নাগুড়ি দীপিকা বিশ্বাস, স্কুল এডুকেশন এন্ড ডি আই মধ্য দিয়ে থেকে একটি মেল আসে ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র রায়ের কাছে পরিচালন কমিটি সভাপতি দায়িত্ব পেয়েছেন কার্তিক চন্দ্র রায়, আলোচনার মধ্যদিয়ে দীপিকা বিশ্বাস হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, আলোচনার শেষে কার্তিক চন্দ্র রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করেন , এরপর প্রত্যেকটি শিক্ষক স্বীকৃতি আর সঙ্গে সাক্ষাৎকার করেন, কার্তিক চন্দ্র রায়ের ।
রাজু সেন, সুরজিৎ দাসগুপ্ত কার্তিক চন্দ্র রায় বলেন ছয় থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করলেন এসাই অফ স্কুল ময়নাগুড়ি দীপিকা বিশ্বাস, আজকে আমাকে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। ও অভিষেক বন্দ্যোপাধ্যায, ময়নাগুড়ি দুই নং ব্লক সভাপতি শিব শংকর দত্ত মহাশয় দলের প্রতিনিধি হিসেবে ইস্কুলের সম্মান করলেন আমি সেই সম্মান রাখবো , এই স্কুলকে উন্নত করতে গেলে সকল অভিভাবক থেকে শুরু করি শিক্ষক শিক্ষিকা এই এলাকার বুদ্ধিমান মানুষদের দরকার। তিনি আরো বলেন এই স্কুলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা
উল্লেখ্য, স্কুল এডুকেশন এন্ড ডি আই মধ্য দিয়ে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন কাতিক চন্দ্র রায়। জল্পেশ লক্ষীকান্ত উচ্চতা মাধ্যমিক বিদ্যালয়ের, বুধবার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দায়িত্ব ভার তুলে দিলেন, এসাই অফ স্কুল ময়নাগুড়ি দীপিকা বিশ্বাস, স্কুল এডুকেশন এন্ড ডি আই মধ্য দিয়ে থেকে একটি মেল আসে ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র রায়ের কাছে পরিচালন কমিটি সভাপতি দায়িত্ব পেয়েছেন কার্তিক চন্দ্র রায়, আলোচনার মধ্যদিয়ে দীপিকা বিশ্বাস হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, আলোচনার শেষে কার্তিক চন্দ্র রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করেন , এরপর প্রত্যেকটি শিক্ষক স্বীকৃতি আর সঙ্গে সাক্ষাৎকার করেন, কার্তিক চন্দ্র রায়ের ।