লটারিতে কোটি টাকা জিতলেন এক ব্যবসায়ী

লটারিতে কোটি টাকা জিতলেন এক ব্যবসায়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

লটারিতে কোটি টাকা জিতলেন এক ব্যবসায়ী l লকডাউনে তছনছ হয়ে গিয়েছিল ব্যবসা (business)। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও কাটিয়ে উঠতে পারছিলেন না কিছুতেই। অসহনীয় এমন পরিস্থিতিতেই কেটে ফেলেছিলেন লটারির টিকিট (lottery)। এক টিকিটেই কোটিপতি ক্রান্তির রানা দাস।চেংমাড়ি এলাকায় ছোট একটি আসবাবের দোকান রয়েছে রানার। করোনার সময় লকডাউনে ব্যবসার যে হাল হয়েছিল, তার থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই। তাঁর কথায়,‘‘এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক টাকা দরকার ছিল। সেটা ছিল না বলেই চরম সমস্যায় পড়ে গেছিলাম। এবার আবার নতুন করে স্বপ্ন দেখতে পারছি।’’

 

 

 

ক্রান্তি ব্লকের চ্যাংমারি কদমতলার বাসিন্দা রানা। বুধবার রাতে ৬০০ টাকা দিয়ে ১০০ সিরিজ লটারি টিকিট কেটেছিলেন। রাত আটটায় ছিল খেলা। ওই টিকিটেই এক কোটি টাকা পুরস্কার জিতলেন রানা। প্রাথমিকভাবে আনন্দে আত্মহারা হয়ে পড়লেও পরে নিরাপত্তার খাতিরে ক্রান্তি পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করেন। রাতেই ক্রান্তি ফাঁড়িতে টিকিটটি জমা করে দেন।

 

 

আরও পড়ুন – ‘মন্ত্রীর বেআইনি টাকা হ্যান্ডেল করে’, বালিগঞ্জে নগদ বাজেয়াপ্ত করে বিস্ফোরক দাবি ইডির…

 

রানার কোটি টাকার লটারি জেতার খবরে পরিবারে স্বস্তি আর এলাকায় আলোড়ন। সবাই চাইছেন তাঁকে একবার দেখতে। দু’মাস আগেই রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার মাল হাটি ডিভিশনে একজন লটারিতে এক কোটি টাকা পেয়েছেন। এলাকায় পরপর দুজন লটারিতে কোটিপতি হওয়ায় এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন অন্যরাও।

 

চেংমাড়ি এলাকায় ছোট একটি আসবাবের দোকান রয়েছে রানার। করোনার সময় লকডাউনে ব্যবসার যে হাল হয়েছিল, তার থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই। তাঁর কথায়,‘‘এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক টাকা দরকার ছিল। সেটা ছিল না বলেই চরম সমস্যায় পড়ে গেছিলাম। এবার আবার নতুন করে স্বপ্ন দেখতে পারছি।’’

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top