ভ্যালেন্টাইন্স ডে’র আগে দাবি মতো ১৫ হাজার টাকা দেননি স্বামী, রেগে কি করলেন স্ত্রী ? ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) মানেই প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। তাঁকে পছন্দের উপহার দেওয়া। আর এই ভ্যালেন্টাইন্স ডে’র আগেই স্ত্রীর দাবি পূরণ না করায় ভয়ংকর কাণ্ড ঘটল নরেন্দ্রপুরে (Narendrapur)। কাঁচের গ্লাস দিয়ে মেরে স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ স্বামী।
প্রতিবেশীরা বিষয়টা জানতে পেরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। তাঁর মাথায় ৬ টি সেলাইও পড়েছে। আক্রান্ত অজিত চৌধুরীর অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে মামণির বাবা অচিন্ত মণ্ডল। দু’জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। তাঁর দাবি, বাবার টাকার দরকার জেনেই কাঁচের গ্লাস দিয়ে স্বামীর থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বধূ। বিয়ের পর থেকে স্ত্রী প্রায়ই অচিন্তকে মারধর করত বলে অভিযোগ।
আরও পড়ুন – দিঘায় গিয়ে সরকারি খাতায় করতে পারবেন ‘কমপ্লেন’, একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করার…
বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত চৌধুরী ও মামণি চৌধুরী। তাঁদের ৭ বছরের একটি পুত্র সন্তানও আছে। সোমবার স্বামীর কাছে টাকা দাবি করেন মামণি দেবী। ১৫ হাজার টাকা লাগবে বলে জানান তিনি। বারবার চাওয়ার পরেও না দেওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথায় তিনি মারেন বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় গাড়ির চাবিও।
কাঁচের গ্লাস দিয়ে মাথা ফাটিয়ে দিলো স্ত্রী, মাথায় সেলাই নিয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় পুলিশের দ্বারস্থ হলেন স্বামী l
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )