Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
এবার জেলেই যোগ-ব্যায়াম করার ইচ্ছা প্রকাশ করলেন পার্থ

এবার জেলেই যোগ-ব্যায়াম করার ইচ্ছা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়

এবার জেলেই যোগ-ব্যায়াম করার ইচ্ছা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার জেলেই যোগ-ব্যায়াম করার ইচ্ছা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়,সূত্রের খবর, দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে যোগ-ব্যায়াম করতে চেয়ে আবেদন করেন।নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। বর্তমানে প্রেসিডেন্সি জেলেই দিন কাটছে তাঁর। এবার সেখানেই ব্যায়াম করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর শারীরিক সুস্থতার জন্য চিকিৎসকরাও এই ইচ্ছায় সম্মতি প্রকাশ করছেন বলে কারা দফতর সূত্রে জানা গিয়েছে।

 

 

 

অতীতে পার্থবাবু যোগ ব্যায়াম বিশারদ তুষার শীলের কাছে ব্যায়াম করতেন। এবার সংশোধনাগারেও সেই অভ্যাস ফিরতে চলেছে বলেও কারা দফতর সূত্রে খবর। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি জঙ্গি মুসা মল ভর্তি মগ ছুড়ে মারেন পার্থ চট্টোপাধ্যায়কে। মুসাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেইসময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তাতেই তাঁর থুতনিতে সামান্য চোট লাগে। বুধবার এসএসকেএম-র একটি টিম জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে আসেন। পড়ে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর চোট গুরুতর নয় বলে চিকিৎসকরা জানান।

 

 

সূত্রের খবর, দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে যোগ-ব্যায়াম করতে চেয়ে আবেদন করেন। সংশোধনাগার কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই প্রস্তাবটি নিয়ে বিবেচনা করেছেন। জানা গিয়েছে, সংশোধনাগারে দু’টি পদ্ধতি রয়েছে ব্যায়ামের জন্য। হয় পার্থ চট্টোপাধ্যায়ের সেলে নির্দেশক নিজে আসতে পারেন ব্যায়াম শেখানোর জন্য। নয়ত, সকালবেলা যখন অন্যান্য বন্দিরা ব্যায়াম করেন তাদের সঙ্গেই পার্থবাবুকে ব্যায়াম করানো যায় কি না তা বিবেচনা করে দেখেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ।

 

 

আরও পড়ুন –  ‘আপনারা কি VIP হয়ে গিয়েছেন?’,মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে ধমক বিচারকের,

 

তবে দ্বিতীয়টির ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ নিরাপত্তার খাতিরে পার্থ চট্টোপাধ্যায়কে সহবন্দিদের সঙ্গে আদৌ যোগব্যায়াম করানো সম্ভব হবে কি না তা বিবেচনা করা হচ্ছে। তবে কারা দফতর সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর সেলেই আসবেন নির্দেশক। যিনি ব্যক্তিগতভাবে পার্থবাবুকে ব্যায়াম করিয়ে চলে যাবেন।

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube  )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top