Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
‘বিভাসের ফ্ল্যাটে’ ইডি হানা!

‘বিভাসের ফ্ল্যাটে’ ইডি হানা! কুন্তলের মুখে শোনা গিয়েছিলো এই নাম

‘বিভাসের ফ্ল্যাটে’ ইডি হানা! কুন্তলের মুখে শোনা গিয়েছিলো এই নাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিভাসের ফ্ল্যাটে’ ইডি হানা! কুন্তলের মুখে শোনা গিয়েছিলো এই নাম , মঙ্গলবার স্থানীয়েরা দাবি করেন, কার্তিক বোস স্ট্রিটের বন্ধ ফ্ল্যাটে কয়েক জনকে ঢুকতে দেখেছেন তাঁরা। বাড়ির সামনে ইডি আধিকারিকদের গাড়িও রয়েছে। মনে করা হচ্ছে, তাঁরাই ঢুকেছেন ফ্ল্যাটে। প্রায় চার মাস ধরে সিল করা ছিল কার্তিক বোস স্ট্রিটের এই ফ্ল্যাটটি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আগে জানিয়েছিল, বিভাস অধিকারী ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ছিলেন। ওই অ্যাসোসিয়েশনেরই অফিস এই ফ্ল্যাট। মঙ্গলবার স্থানীয়েরা দাবি করেন, বন্ধ ওই ফ্ল্যাটেই কয়েক জনকে ঢুকতে দেখেছেন তাঁরা। বাড়ির সামনে ইডি আধিকারিকদের গাড়িও রয়েছে। মনে করা হচ্ছে, তাঁরাই ঢুকেছেন ওই ফ্ল্যাটে। শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেন, দুর্নীতিতে বিভাসও জড়িত। তার পরেই কি বিভাসের এই অফিসে হানা ইডির! উঠছে প্রশ্ন। যদিও ইডির তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

 

 

কুন্তল দাবি করেছিলেন, বিভাস নাকি তাপস মণ্ডলের মতোই এক জন। তাঁকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি তোলেন নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা গোপাল দলপতিও। যদিও বিভাসের দাবি, কোনও দুর্নীতিতেই তিনি যুক্ত নন। কুন্তল ও গোপাল নামে ‘দুই চোর-ডাকাত’ তাঁর নাম টেনে এনে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

বিভাস একটা সময় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। দলের কর্মীদের একাংশ জানাচ্ছেন, বিভাসের এত প্রতিপত্তি যে, তিনি কর্মীদের সঙ্গে ঠিক মতো যোগাযোগ রাখতেন না। তৃণমূল করলেও বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। বিভাস যদিও বলেন, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি ছিলাম বলে কুন্তল ও গোপাল নামে দুই চোর-ডাকাত আমার নাম এনে তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওদের চারটে ফোটো দেখান। তার মধ্যে ওরা যদি বলতে পারে, কে বিভাস, তা হলে ওদের অভিযোগ সত্য বলে মানব। ইডি ব্যাঙ্কের নথি দেখতে চেয়েছিল, সব দেখিয়েছি। ফ্ল্যাট খুলে দেওয়ার জন্য ইডি-কে উকিল মারফত চিঠি দিয়েছি। জবাব পাইনি।’’ তাঁর কথায়, ‘‘ইডি এবং সিবিআই যত বার ডাকবে, যাব।’’ এর পরেই মঙ্গলবার তাঁর কলকাতার ওই ‘ফ্ল্যাটে’ গেল ইডি।

 

 

বিভাসের দাবি, তিনি বর্তমানে তিনি সক্রিয় ভাবে কোনও দল করছেন না। ২০২০ সাল থেকে সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের (কেন্দ্রীয় সরকারি) এক কেন্দ্রীয় মন্ত্রীর ক্যাবিনেটের মনোনীত এক জন ডিরেক্টর। বর্তমানে সেই পদে থেকে কাজ করছেন। সঙ্গে আশ্রমের দেখাশোনাও করেন।

 

আরও পড়ুন –  ‘হাইকোর্টে যান’, মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় জানাল সুপ্রিম কোর্ট

 

 

ইডির একটি সূত্রে জানা গিয়েছিল, বিভাস একটি বিএড কলেজ চালাতেন। সেখানে মোটা টাকার বিনিময়ে পড়ুয়ারা ভর্তি হতেন। চাকরিপ্রার্থীদের নিশ্চিত চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত। কার্তিক বোস লেনের ফ্ল্যাটটির বাইরে একটি বোর্ডও লাগানো ছিল। সেখানে লেখা ছিল, ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’। ইডির দাবি, এই প্রতিষ্ঠানটি চালাতেন বিভাস। সংস্থাটির রেজিস্টার্ড নম্বরও উল্লেখ করা হয়েছে ওই বোর্ডে। রেজিস্টার্ড অফিসের ঠিকানা এপিসি রোড, আইডিয়াল হাইট ব্লক। সেখানেও হানা দিয়েছিল ইডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top