দুই বোন দুই জেলা থেকে নিখোঁজ এক দিনের ব্যবধানে,হন্যে হয়ে খুঁজছেন দুই স্বামী,

দুই বোন দুই জেলা থেকে নিখোঁজ এক দিনের ব্যবধানে,হন্যে হয়ে খুঁজছেন দুই স্বামী,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুই বোন দুই জেলা থেকে নিখোঁজ এক দিনের ব্যবধানে,হন্যে হয়ে খুঁজছেন দুই স্বামী, বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত ৭ দিন ধরে নিখোঁজ দিদি! ঠিক তার এক দিন পর থেকে বোনেরও হদিস মিলছে না। দু’জনেই বিবাহিত। একসঙ্গে তাঁদের অন্তর্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে। গত ২৭ ফেব্রুয়ারি বনগাঁ থেকে দিদি সুনীতা মালাকার। তার পর ১ মার্চ থেকে বোন চায়না মালাকারের খোঁজ মিলছে না। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েই কি ঘর ছেড়েছেন দুই বোন, উঠছে প্রশ্ন।

 

 

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে করিমপুরের চায়নার সঙ্গে ওই থানায় এলাকার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা পিটার বিশ্বাসের প্রেম করে বিয়ে হয়। পিটারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েই বাড়ি ছেড়েছেন স্ত্রী। তাঁর কথায়, ‘‘ভালবেসে সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কেরিয়ার জলাঞ্জলি দিয়ে ওঁর সঙ্গে সংসার পেতেছিলাম। কোনও দিন ভাবিনি, এ ভাবে ছেড়ে যাবে!’’ স্থানীয় সূত্রে দাবি, বিয়ের পর দু’বার ঘর ছেড়েছেন সুনীতা! সেই দু’বারও তাঁর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কথা প্রকাশ্যে এসেছিল বলে দাবি পরিবারের তরফেও।

পরিবারের তরফে দায়ের হওয়া নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, দুই বোনেরই কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কাদের সঙ্গে ফোনে কথা বলতেন, শেষ বার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

আরও পড়ুন – শাহিদ কপূর কেন সন্তানদের বলিউডের জাঁকজমক থেকে দূরে রাখেন?

 

 

স্থানীয় সূত্রে খবর, দিদি সুনীতা মালাকারের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তাঁর দুই সন্তান রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বনগাঁ থেকেই নিখোঁজ হন সুনীতা। তার পর ১ মার্চ থেকে বোন চায়না মালাকারের খোঁজ মিলছে না। চায়নার শ্বশুরবাড়ি করিমপুরেই। তাঁরও একটি এক সন্তান রয়েছে। দুই পরিবারের দাবি, দু’জনেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা সম্ভবত তাঁদের প্রেমিকের সঙ্গেই কোথাও চলে গিয়েছেন! দুই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

RECOMMENDED FOR YOU.....