জি-২০ সম্মেলনে যোগ দেবেন না চিনা প্রেসিডেন্টও, পুতিনের পর এবার জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর জি-২০ সম্মেলন এড়িয়ে যেতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং(Xi Jinping)-ও। ভারত ও চিন-দুই দেশের সূত্রে এই খবর জানানো হয়েছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলন (G-20 Summit)। সেই সম্মেলনেই যোগ দেওয়ার কথা ছিল চিনা প্রেসিডেন্টের। কিন্তু চলতি সপ্তাহেই চিনের তরফে নতুন মানচিত্র প্রকাশ এবং সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজের দেশের অংশ বলে দাবি করা হয়। এরপরই জিনপিংয়ের (Xi Jinping) ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এ দিন কার্যত চিনা প্রেসিডেন্টের না আসার খবরে সিলমোহর দেওয়া হল।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছিলেন যে তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না। তাঁর বদলে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ দিল্লিতে আসবেন।
আরও পড়ুন – বাবা হলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী
এবার জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত (India)। বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ সামিটের নানা বৈঠক হয়েছে। জি-২০ সম্মেলনের মূল বৈঠক হতে চলেছে নয়া দিল্লিতে (Delhi)। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এই বৈঠক হবে। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও (Xi Jinping)। কিন্তু এ দিন ভারত ও চিনের সূত্রে জানা যায়, জি-২০ সম্মেলনে যোগ দেবেন না জিনপিং। তাঁর বদলে চিনা প্রিমিয়ার লি কিউয়াং প্রতিনিধিত্ব করবেন। যদিও ভারত ও চিনের বিদেশ মন্ত্রকের তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )