রোহিত-বিরাট কোহলীদের চেয়ে দুই-তিনগুণ বেশি পরিশ্রম করতে হয় আমাকে – বিস্ফোরক মন্তব্য হার্দিক পান্ডিয়ার!

রোহিত-বিরাট কোহলীদের চেয়ে দুই-তিনগুণ বেশি পরিশ্রম করতে হয়

রোহিত-বিরাট কোহলীদের চেয়ে দুই-তিনগুণ বেশি পরিশ্রম করতে হয় আমাকে – বিস্ফোরক মন্তব্য হার্দিক পান্ডিয়ার! ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএল পর থেকে এখনও পর্যন্ত ছন্দপতন হয়নি তাঁর। বর্তমানে এশিয়া কাপে খেলছেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ওয়ার্কলোড নিয়ে মুখ খুললেন হার্দিক।

হার্দিক বলেছেন, “অলরাউন্ডার হিসেবে অন্যদের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি পরিশ্রম আমাকে করতে হয় । দলের একজন ব্যাটারের ব্যাট করার পর দায়িত্ব কিছুটা কমে যায়।

তখনও আমি বোলিং করি। তাই আমার জন্য নিজেকে পরিচালনা করা, চাপ নেওয়ার ক্ষমতা তৈরি করা এবং সব কিছুই ট্রেনিং সেশন বা আমার প্রশিক্ষণ বা আমার প্রি-ক্যাম্প মরসুমেই করে ফেলি।” তিনি আরও বলেন, “যখন খেলা শুরু হয়, তখন দলের যা প্রয়োজন তা নিয়েই চলতে হয়, ম্যানেজ করে চলার কথা তখন মাথায়ও থাকে না। আমাকে কত ওভার দরকার, সেটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যদি ১০ ওভারের প্রয়োজন না হয়, আমার ১০ ওভার বল করার কোন মানে নেই, কিন্তু যদি ১০ ওভারের প্রয়োজন হয়, তবে আমাকে বোলিং করতেই হবে।”

নিজের উপর আত্মবিশ্বাস রেখে হার্দিক বলেছেন, “বোলিং করার সময়, আমাকে সম্পূর্ণ রূপে নিজেকে বদলে ফেলতে হয়। কারণ প্রতিপক্ষ ব্যাটাররা চায় আমি ভুল করি। একই সময়ে, একজন ব্যাটার হিসেবে, আমার বিরুদ্ধে মাঠে ১১ জন থাকে এবং লড়াই করে। তাই আমি বুঝতে পেরেছি যাই ঘটুক না কেন, নিজেকে সমর্থন করতে হবে। বিশ্বাস করতে হবে যে, আপনি বিশ্বের সেরা। এটি আপনাকে সাফল্যের দিকে যাওয়ার জন্য গাইড করে।”

 

……………..

 

 

 

 

রোহিত-বিরাট কোহলীদের চেয়ে দুই-তিনগুণ বেশি পরিশ্রম করতে হয় আমাকে – বিস্ফোরক মন্তব্য হার্দিক পান্ডিয়ার! ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএল পর থেকে এখনও পর্যন্ত ছন্দপতন হয়নি তাঁর। বর্তমানে এশিয়া কাপে খেলছেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ওয়ার্কলোড নিয়ে মুখ খুললেন হার্দিক।