নিউজ ডেস্ক, ৩ অক্টোবর, ২০২০ : আমার সকলেই জানি দিদা ও নাতির ভালবাসা সবথেকে স্নেহ কাতর। কিন্তু এখনের ব্যস্ত জীবনে ক জনই আর মূল্য দিতে পারে সেই ভালবাসার। তবে আপানর দিতার উপরে যদি হঠাৎ করেই কোন ষাঁড় আক্রমণ করে আপনি কি করবেন? অবশ্যই প্রথমে থতমত খেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে এমনই একটা ভিডিও এসে পৌঁছেছে জা দেখলে চমকে যাবেন আপনি।
হরিয়ানার মহেন্দ্রাগর শহরে ঘটনাটি ঘটেছে। অঙ্গরই দেবি নামে ওই ৭০ বছরের বৃদ্ধা মর্নিং ওয়াক করবেন বলে বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎই গলির ভিতর থেকে কেমন করে ষাঁড় টা বেরিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলেদিল দেখেছেন।
পিছন দিক থেকে নাতি ছুটে এসে দিদাকে বাঁচাতে গেলে তাঁকেও জোরে ধাক্কা মারল দেখুন ষাঁড়টা। কোন প্রকারে উঠে দিদাকে নিয়ে পালাতে যাবে ব্যাস আবার এক ধাক্কা। এবার এক সঙ্গে দুজনকেই।
আরও পড়ুন…বাস্তবের দু মুখো সাপ! ভাইরাল ভিডিও
ষাঁড়ের ধাক্কায় মাটিতে ছিটকে পরল দিদা নাতি দুজনেই। তবে এই ভিডিও থেকে একটা বিষয় প্রমান হল দিদা নাতি ভালোবাসা কিন্তু এখনো ঠিক আগের মতনই বেঁচে আছে।