নিয়োগ মামলায় এবার সিবি]আইয়ের বিচারপতিকে বদলি করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার নিয়োগ মামলায় সিবিআইয়ের নয়া অফিসার নিয়োগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার বিচারক বনাম বিচারপতি! নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতিকে বদলির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।  বুধবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছেন সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। ভরা এজলাসে এমনই পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায। শুধু এখানেই না থেমে সংশ্লিষ্ট বিচারককে অবিলম্বে বদলি করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay orders transfer of CBI judge)।

আরও পড়ুনঃ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে শুভেন্দু, কৌস্তভ

এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি জানতে পেরেছি, সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় জেলে থাকা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। সিবিআই বিচারকের কোনও ভাবেই হাইকোর্টের অর্ডারে হস্তক্ষেপ করা উচিত নয়। এটি তাঁর এক্তিয়ার বহির্ভূত কাজ। শুনেছি, বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর মাথায় কারও হাত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।”

 

এরপরই বিচারপতির নির্দেশ, আগামী ৪ অক্টোবরের মধ্যে ওই বিচারককে বদলি করাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (Justice Gangopadhyay orders transfer of CBI judge) । ওই বিচারককে বদলি করা হল কিনা তা নিয়ে হাই কোর্টের রেজিস্ট্রারকে রিপোর্ট দিতে হবে।

 

আদালতের পর্য়বেক্ষণ, ওই পদটি এখন ফাঁকা রয়েছে। ওই বিচারক অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন। তাই ওই পদটিতে ৪ অক্টোবরের মধ্যে নতুন বিচারককে বসাতে হবে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির আর কোনও মামলা শুনতে পারবে না। আদালতের পর্য়বেক্ষণ, ওই পদটি এখন ফাঁকা রয়েছে। ওই বিচারক অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন। তাই ওই পদটিতে ৪ অক্টোবরের মধ্যে নতুন বিচারককে বসাতে হবে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির আর কোনও মামলা শুনতে পারবে না।

নিয়োগ দুর্নীতি মামলায সম্প্রতি সিবিআই এবং ইডি অফিসারদের হেনস্থা করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। ওই মামলাতেই এদিন আলিপুর বিশেষ আদালতের বিচারকের বিরুদ্ধে মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায সম্প্রতি সিবিআই এবং ইডি অফিসারদের হেনস্থা করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। ওই মামলাতেই এদিন আলিপুর বিশেষ আদালতের বিচারকের বিরুদ্ধে মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

en.wikipedia.org