আজ আন্দামান-নিকোবরে ২১ দ্বীপের নামকরণ করলেন মোদী

আজ আন্দামান-নিকোবরে ২১ দ্বীপের নামকরণ করলেন মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস। এদিন মোদী নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করলেন একইসঙ্গে  নামকরণ করলেন আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের। তার মধ্যে একটি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করা হয়। নেতাজি স্মৃতিসৌধে থাকবে একটি যাদুঘর, একটি কেবল কার রোপওয়ে, একটি লেজার অ্যান্ড সাউন্ড শো।

 

ঐতিহাসির ভবনগুলিতে গাইডেড হেরিটেজ ট্রেইল এবং একটি রেস্ট্রো লাউঞ্জ ছাড়াও একটি থিম-নির্ভর বিনোদন পার্ক থাকবে শিশুদের জন্য। আন্দামান ও নিকোবরের নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে এই স্মৃতিসৌধ গড়ে তোলা হচ্ছে। এটি আগে রস দ্বীপ নামে পরিচিত ছিল। তারপর সর্ববৃহৎ দ্বীপটির নামকরণ করা হয়েছে মেজন সোমনাথ শর্মার নামে। পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত মেজর ১৪৭ সালের ৩ নভেম্বর শ্রীনগর বিমানবন্দের কাছে পাকিসতানি অনুপ্রবেশকারীদের বাতাড়িত করার সময় কাউন্টার অ্যাকশনে শহিদ হয়েছিলেন।

আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি

যে ২১ জন পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্তের নামে ২১টি দ্বীপের নামকরণ করা হয়েছে, তাঁরা হলেন- মেজর সোমনাথ শর্মা, ল্যান্সনায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল রমা রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং, হাবিলদার মেজর পিরু সিং, ক্যাপ্টেন জিএস সালারিয়া, মেজর ধন সিং থাপা, সুবেদার যোগিন্দর সিং, মেজর শয়তান সিং, সিকিউএমএইচ আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুরা, ল্যান্সনায়েক আলবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, সেকেন্ট লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন, মেজর রামস্বামী পরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, রাইফেলম্যান সঞ্জয় কুমার এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।

 

উল্লেখ্য, আজ আন্দামান-নিকোবরে ২১ দ্বীপের নামকরণ করলেন মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস। এদিন মোদী নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করলেন একইসঙ্গে  নামকরণ করলেন আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের। তার মধ্যে একটি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করা হয়। নেতাজি স্মৃতিসৌধে থাকবে একটি যাদুঘর, একটি কেবল কার রোপওয়ে, একটি লেজার অ্যান্ড সাউন্ড শো। আন্দামান-নিকোবরে