বিতর্কে নানুর তৃণমূল ব্লক সভাপতি

বিতর্কে নানুর তৃণমূল ব্লক সভাপতি। -বীরভূম জেলাজুড়ে “দিদির দূত” কর্মসূচিতে গিয়ে বারবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছে তৃনমূলের সাংসদ, বিধায়ক থেকে নেতারা । এবার সাংবাদিকদের সারমেয় আখ্যা দিয়ে নতুন বিতর্কে জড়ালো নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য ।

 

ষোলো জানুয়ারি আকুপটিপুর গ্রামে নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন “প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে জানতে চাইছি আপনার কি অসুবিধা – কেউ ভালোভাবে বলে কেউ বিক্ষোভ আকারে বলে । ওদের সারমেয়কুল কিছু সাংবাদিক আছে ক্যামেরা নিয়ে তারা সেটাকে বিক্ষোভ আকারে দেখাতে শুরু করে ।” উপস্থিত ছিলেন নানুর বিধানসভাকেন্দ্রের তৃনমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল

উল্লেখ্য, -বীরভূম জেলাজুড়ে “দিদির দূত” কর্মসূচিতে গিয়ে বারবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছে তৃনমূলের সাংসদ, বিধায়ক থেকে নেতারা । এবার সাংবাদিকদের সারমেয় আখ্যা দিয়ে নতুন বিতর্কে জড়ালো নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য । ষোলো জানুয়ারি আকুপটিপুর গ্রামে নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন “প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে জানতে চাইছি আপনার কি অসুবিধা – কেউ ভালোভাবে বলে কেউ বিক্ষোভ আকারে বলে । ওদের সারমেয়কুল কিছু সাংবাদিক আছে ক্যামেরা নিয়ে তারা সেটাকে বিক্ষোভ আকারে দেখাতে শুরু করে ।” উপস্থিত ছিলেন নানুর বিধানসভাকেন্দ্রের তৃনমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

 

উল্লেখ্য, -বীরভূম জেলাজুড়ে “দিদির দূত” কর্মসূচিতে গিয়ে বারবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছে তৃনমূলের সাংসদ, বিধায়ক থেকে নেতারা । এবার সাংবাদিকদের সারমেয় আখ্যা দিয়ে নতুন বিতর্কে জড়ালো নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য । ষোলো জানুয়ারি আকুপটিপুর গ্রামে নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন “প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে জানতে চাইছি আপনার কি অসুবিধা – কেউ ভালোভাবে বলে কেউ বিক্ষোভ আকারে বলে ।