এবার গান লিখলেন প্রধানমন্ত্রী, মুক্তি পেল মহালয়ার সকালে

দশমীর অনুষ্ঠানে গিয়ে রামমন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা মোদীর, ফের নিশানা তাঁকে

প্রধানমন্ত্রী থেকে এবার গায়ক মোদী, এবার ধরা দিলেন অন্য রূপে। লিখে ফেলেছেন গুজরাতি ভাষায় একটি গোটা গান। গীতিকার হিসাবে মোদীজির গানের জগতে ডেবিউ দেখে অবাক অনেকেই। সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে ‘গারবো’ নামের নতুন একটি গান লিখেছেন তিনি। যা শনিবার সকালেই মুক্তি পেয়েছে। নরেন্দ্র মোদীর এই প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রধানমন্ত্রীর এমন কাজ অনুপ্রেরণামূলক বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌড়াত্ম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা, গান লেখার কথা সর্বজনবিদিত। কিন্তু তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদীও যে গান লিখতে পারেন, তা অনেকেরই অজানা ছিল। শনিবার দেবীপক্ষের সূচনালগ্নে সেই খবর ঘোষণা করেই সবাইকে চমকে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকদ্বয় তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে। এক নেটিজেন সেখানে লিখেছেন, ‘ওয়াহ মোদীজি ওয়াহ’। আর একজন আবার লিখেছেন, ‘গানের লিঙ্কে নরেন্দ্র মোদীর নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম।’ সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকদ্বয় তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে। এক নেটিজেন সেখানে লিখেছেন, ‘ওয়াহ মোদীজি ওয়াহ’। আর একজন আবার লিখেছেন, ‘গানের লিঙ্কে নরেন্দ্র মোদীর নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম।’

 

তবে এই খবর জানার পর থেকেই মোদী-বন্দনায় মেতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলিউডে স্বঘোষিত মোদীভক্ত। নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলের পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “কী সুন্দর! অটলজির কবিতা হোক বা মোদীজির গান, রিয়েল লাইফ হিরোদের এমন প্রতিভা মন ভাল করে দেয়। শিল্পের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিল্পীদের কাছে এগুলো খুবই অনুপ্রেরণামূলক।” কঙ্গনার ওই পোস্টের তলায় অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। তবে এই খবর জানার পর থেকেই মোদী-বন্দনায় মেতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলিউডে স্বঘোষিত মোদীভক্ত। নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলের পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “কী সুন্দর! অটলজির কবিতা হোক বা মোদীজির গান, রিয়েল লাইফ হিরোদের এমন প্রতিভা মন ভাল করে দেয়। শিল্পের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিল্পীদের কাছে এগুলো খুবই অনুপ্রেরণামূলক।” কঙ্গনার ওই পোস্টের তলায় অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন।

en.wikipedia.org