ব্যাবসায়ীকে অপহরনের চেষ্টা ব্যর্থ আটকালো পুলিশ, গ্রেপ্তার অপহরনকারীরা

নিজস্ব সংবাদদাতা ২০নভেম্বর ২০২০ আসানসোল: আসানসোল থেকে ধানবাদের এক ব্যাবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। 

জানা গেছে আসানসোলের জুবিলি মোড় থেকে ধানবাদের ব্যাবসায়ী আশিষ সিংকে একটা লাল রংয়ের টাটা সুমো গাড়িতে অপহরণ করে কাটোয়া নিয়ে যাওয়া হচ্ছিল, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট খবর পেয়ে সর্বত্র নাকা চেকিং শুরু করে দেয়। পথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে বুদবুদ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় অপহরণকারীরা। উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। পাশাপাশি তিন  অপহরণকারীকে গ্রেফতার করে আসানসোল নর্থ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কি কারণে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপহরনকারীরা জানিয়েছে ব্যাবসায়ীক কারণে তাকে অপহরণ করা হচ্ছিল, ধৃত অপহরনকারীদের শুক্রবার আসানসোল আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় চারজন ধৃত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে। ধৃতদের মধ্যে অর্ঘ্য দাস । ভগ্নি নিবেদিতা কলোনী কলকাতার লেকটাউনের বাসিন্দা, বিষ্ণু দাস খালিপুর কেতুগ্রাম পূর্ব বর্ধমানের বাসিন্দা, রাজ কুমার দাস বৈরাগ্য পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কুমার পুরের বাসিন্দা, শেখ মুজিবুর রহমান পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কুমারপুর হাটতলার বাসিন্দা।

আরও পড়ুন…কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

 

ধৃতদের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।