পুজোর মরশুমে কলকাতায় আসছেন রোনাল্ডিনহো?

পুজোর মরশুমে কলকাতায় আসছেন রোনাল্ডিনহো?

কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। ফুটবল নিয়ে কলকাতার মানুষের উত্তেজনার শেষ নেয়। এই কলকাতা শহরে পা রেখেছে পেলে, মারাদোনারা। মাসখানেক আগেই কলকাতা (Kolkata) ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ‘সিটি অফ জয়’-এ তাঁকে নিয়ে যে পরিমাণ উচ্ছ্বাস, উন্মাদনা চোখে পড়েছিল, তা অভূতপূর্ব। বিশ্ব ফুটবল নিয়ে কলকাতার মানুষের উৎসাহ বরাবরই তুঙ্গে। তাই এই শহরেই বারবার পা রেখেছেন পেলে, মারাদোনা থেকে শুরু করে অলিভার কান, লিওনেল মেসিরা। সূত্রের খবর, এবার পুজোর (Durga Puja) আগেই শহর কলকাতায় আসতে চলেছেন দু’বারের ব্যালন ডি’ওর এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho)।

আরও পড়ুনঃ মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থাম গান, জমিয়ে নাচলেন রণবীর-ধনশ্রী

ফুটবল উদ্যোগপতি শতদ্রু দত্ত এক সংবাদ মাধ্যমে রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার কথা জানিয়েছেন। এর আগে তিনি পেলে, মারাদোনা, কাফু-সহ আরও অনেক নামীদামি ফুটবলারকে শহরে নিয়ে এসেছেন। সম্প্রতি তাঁর উদ্যোগেই কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার ডিবু ওরফে এমিলিয়ানো মার্টিনেজ। এমনকী পুজোর মধ্যে এর আগে তিনি পেলে, মারাদোনা, কাফু-সহ আরও অনেক নামীদামি ফুটবলারকে শহরে নিয়ে এসেছেন। সম্প্রতি তাঁর উদ্যোগেই কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার ডিবু ওরফে এমিলিয়ানো মার্টিনেজ। এমনকী পুজোর মধ্যে আর এক আর্জেন্টাইন বিশ্বকাপার অ্যাঞ্জেল দি মারিয়াকেও কলকাতায় নিয়ে আসবেন বলে খবর ছড়িয়েছিল। তার আগেই যদি কলকাতায় রোনাল্ডিনহোর পা পড়ে, তাহলে পুজোর সবথেকে বড় উপহার পেয়ে যাবেন ফুটবলপ্রেমী শহরবাসীরা। সম্প্রতি তাঁর উদ্যোগেই কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার ডিবু ওরফে এমিলিয়ানো মার্টিনেজ। এমনকী পুজোর মধ্যে আর এক আর্জেন্টাইন বিশ্বকাপার অ্যাঞ্জেল দি মারিয়াকেও কলকাতায় নিয়ে আসবেন বলে খবর ছড়িয়েছিল। তার আগেই যদি কলকাতায় রোনাল্ডিনহোর পা পড়ে, তাহলে পুজোর সবথেকে বড় উপহার পেয়ে যাবেন ফুটবলপ্রেমী শহরবাসীরা।

 

শতদ্রু জানান, পুজোর আগে ১৬, ১৭ বা ১৮ অক্টোবর নাগাদ রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে ওঁরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। তাই সেগুলো যদি ঠিকঠাক এগোয়, তাহলে পুজোর আগে বড় উপহার দিতে পারি শহরবাসীদের। আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন তারকা ফুটবলারের অনুরাগীরা। পুজোর আগে ১৬, ১৭ বা ১৮ অক্টোবর নাগাদ রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে ওঁরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। তাই সেগুলো যদি ঠিকঠাক এগোয়, তাহলে পুজোর আগে বড় উপহার দিতে পারি শহরবাসীদের। আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন তারকা ফুটবলারের অনুরাগীরা।

en.wikipedia.org