চালকের ভুলেই এত বড় রেল দুর্ঘটনা? কী বলছে রেল বিভাগ

চালকের ভুলেই এত বড় রেল দুর্ঘটনা? কী বলছে রেল বিভাগ

ফের রবিবার সন্ধ্যা নাগাদ এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। আলামান্দা এবং কণ্টকপল্লির মাঝে ট্র্যাকে দাঁড়িয়ে ছিল বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটি। সেই ট্রেনটিকে এসে ধাক্কা মারে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার। এর জেরে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি কামরা।

 

 এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। ট্রেন চালকের ভুলেই এত বড় দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে? রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার কারণ হল ট্রেনচালকের সবচেয়ে বড় গাফিলতি। তাঁর ভুলেই এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ বালু গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা কুণাল

ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিত্‍ সাহু বলেছেন, ‘বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলটের ভুলেই এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। ওই ট্রেনের চালক সিগন্যালই দেখতে পাননি। সিগন্যাল না দেখেই দ্রুতগতিতে ট্রেন ছুটিয়েছিলেন। ফলে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটির দু’টি কামরা এবং বিশাখাপত্তনম-রায়গড়ের লোকো পাইলটের কোচটি লাইনচ্যুত হয়। রায়গড় স্পেশালের পাইলটের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।’ প্যাসেঞ্জার ট্রেনের চালকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

 

ট্রেনে প্রায় শতাধিক যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেরই আশঙ্কাজনক অবস্থায় চিকিত্‍সা চলছে হাসপাতালে। বিজয়নগরমের জেলাশাসক জানিয়েছেন, ৩২ জনকে বিজয়নগরমের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ভর্তি এনআরআই হাসপাতালে। দু’জন রয়েছেন মেডিকভার হাসপাতালে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেক আহতই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাও বাড়ছে। আরও অনেককে উদ্ধার করা হয়েছে।

 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটির ১১টি বগি এবং বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের ৯টি বগি। বাকিগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি এখনও ঘটনাস্থল থেকে সরানো যায়নি।

 

দুর্ঘটনার জেরে অনেক ট্রেন বাতিল হয়েছে। হাওড়া থেকে অনেক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। রেলের তরফে জনানো হয়েছে, আজ ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল এবং ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন দু’টি বাতিল করা হয়েছে। আজকে যাত্রাপথ বদল হবে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮১৮৯ টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস, ১১০২০ ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, ০৩৩৫৭ বারউনি-কোয়েম্বত্তূর স্পেশালের।

 

প্রধানমন্ত্রীর দফতরের তরফে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল রবিবারই। মৃতদের পরিবার পিছু ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করা হয়। এবার রেল মন্ত্রকের তরফেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হল। এ ক্ষেত্রে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লাখ টাকা। গুরুতর আহতদের দেওয়া হবে আড়াই লাখ এবং অপেক্ষাকৃত কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

en.wikipedia.org