সারা বিশ্বে সবচেয়ে বেশি সোনা আছে কোন কোন দেশে? সোনা রিজার্ভের দিক থেকে কত নম্বরে রয়েছে ভারত?

সারা বিশ্বে সবচেয়ে বেশি সোনা আছে কোন কোন দেশে? সোনা রিজার্ভের দিক থেকে কত নম্বরে রয়েছে ভারত? সারা পৃথিবীতে সোনাকে একটি অতি মূল্যবান ধাতু হিসেবে দেখা হয়। ভারতে আবার সোনার প্রতি আবেগও রয়েছে। বিভিন্ন পূজা- পার্বণে সোনা কেনার রীতি রয়েছে। ফলে এদেশে সোনার চাহিদাও ব্যাপক। গোটা বিশ্বেই মহিলাদের অলঙ্কার হিসেবেও সোনার চাহিদা কম নেই। ভারতও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত রাখা দেশের তালিকায় যে ভারতের নাম থাকবে তাতে আর আশ্চর্য কী। তবে বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত রাখা দেশের তালিকায় ভারতের নাম রয়েছে 9 নম্বরে। উপরের দিকে রয়েছে আর কোন কোন দেশ? দেখে নিন

 

 

 

 

১. আমেরিকা, প্রত্যাশা মতোই এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে আমেরিকা। এই দেশের অর্থনীতিও রয়েছে সবচেয়ে বেশি। আমেরিকার হাতে থাকা সোনার মজুতের পরিমাণ রয়েছে 8133 মেট্রিক টন।

 

২. জার্মানি,সোনা মজুতের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। আমেরিকার থেকে চার ভাগের এক ভাগ সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। বর্তমানে সে দেশে সোনা মজুতের পরিমাণ হল 3355 মেট্রিক টন।

৩.ইতালি, ইউরোপ মহাদেশের অপর একটি দেশও রয়েছে সোনার ভান্ডারের মজুতের দিক থেকে তৃতীয় স্থানে। জার্মানি থেকে সামান্য পিছিয়ে ইতালির হাতে সোনা মজুত রয়েছে 2452 মেট্রিক টন।

 

৪. ফ্রান্স​, ইতালি ও ফ্রান্সকে সোনার ভান্ডার মজুতের নিরিখে পরস্পরের প্রতিদ্বন্দী বলা যেতে পারে। ইতালিতে গোল্ড রিজার্ভের পরিমাণ যেখানে 2452 মেট্রিক টন, সেখানে ফ্রান্সে গোল্ড রিজার্ভের পরিমাণ রয়েছে 2437 মেট্রিক টন।

৫. রাশিয়,গোল্ড রিজার্ভের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই বিশ্বের আর এক পরাশক্তি রাশিয়াও। এ দেশে গোল্ড রিজার্ভের পরিমাণ রয়েছে 2299 মেট্রিক টন।

 

 

 

 

 

 

 

 

 

৬. নেদারল্যান্ড, নেদারল্যান্ডে সোনার রিজার্ভের পরিমাণ রয়েছে 612 মেট্রিক টন। সবচেয়ে বেশি সোনা রিজার্ভের নিরিখে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডও। তালিকায় এই দেশটি রয়েছে 10 নম্বরে।

৭. ভারত, ভারতে যথেষ্ট পরিমাণ সোনা মজুত রয়েছে। উন্নয়নশীল দেশের নিরিখে ভারতে সোনা মজুতের পরিমাণ সবচেয়ে বেশি। ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ রয়েছে 787 মেট্রিক টন।

৮. জাপান, এশিয়ার আরও একটি দেশে মজুত সোনার পরিমাণ রয়েছে যথেষ্ট। জাপানে সঞ্চিত মোট সোনার পরিমাণ রয়েছে 846 মেট্রিক টন। এই দেশ এই তালিকায় ভারতের থেকে ঠিক এক স্থান উপরে রয়েছে।

 

 

 

আরো পড়ুন –  ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, গ্রামে দেহ ফিরতেই এক বধূকে…

 

 

 

 

 

৯. সুইৎজারল্যান্ড, সুইৎজারল্যান্ডে রয়েছে 1040 মেট্রিক টন সোনা। সোনা মজুতের নিরিখে এই তালিকায় সুইৎজারল্যান্ড রয়েছে সপ্তম স্থানে। চিনের থেকে সুইৎজারল্যান্ডে মজুত সোনার পরিমাণ অর্ধেকেরও কম।

 

১০. চিন, ভারতের প্রতিবেশী ও এই মুহূর্তে এশিয়ার অন্যতম শক্তিধর দেশ চিন রয়েছে এই তালিকায় ষষ্ঠ স্থানে। চিনের কাছে মজুত সোনার পরিমাণ প্রায় 2011 মেট্রিক টন।