২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রের সঙ্গে কথা রাজ্যপালের, ধন্যবাদ জানালেন অভিষেক

২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রের সঙ্গে কথা রাজ্যপালের, ধন্যবাদ জানালেন অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রের সঙ্গে কথা রাজ্যপালের, ধন্যবাদ জানালেন অভিষেক

কথা দিয়েছিলেন বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই বাংলাকে ‘বঞ্চনা’ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। আর ঠিক সেটাই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  চিঠি লিখে সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন খোদ রাজ্যপাল। সেই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, মঙ্গলবার প্রায় ১ ঘণ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। সেখানে ১০০ দিনের প্রকল্পের বঞ্চনা নিয়ে কথা হয়েছে কি না, তা নিয়ে তুঙ্গে জল্পনা।

আরও পড়ুনঃ মাছের তেল কী স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, জানুন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ জন প্রতিনিধি সোমবার রাজভবনে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিল বঞ্চিতদের লেখা ৫০০ চিঠি। প্রতিনিধি দলেও কয়েকজন বঞ্চিত ছিলেন। রাজ্যপালের সঙ্গে ২০ মিনিটের বৈঠক হয়। তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দেন। সেখান থেকে ফিরে অভিষেক জানিয়েছিলেন, “রাজ্যপালকে আমি বলি আপনি ১ সপ্তাহ সময় নিন, ২ সপ্তাহ সময় নিন। কেন্দ্রের কাছে জানুন কেন টাকা বন্ধ। রাজ্যপাল কথা দিয়েছে ২ সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের জবাব জানাব।”

 

শাসক দলের পাঁচ দিনের ধর্ণার পর গতকাল রাজ্যপাল অভিষেক সহ আরও ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্‍ করেন। এদিন বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। সুত্রের খবর, এই বৈঠকে উঠে আসে রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।এদিকে তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

 

রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি অভিযানে গিয়েছিলেন রাজ্যের শাসক দল। তবে সেখানে গিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গের দেখা করতে না পারায় দিল্লি থেকে কলকাতা ফিরেই রাজভবন অভিযান করে। পাঁচ দিন ধরে চলে রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ধর্ণা মঞ্চ। ণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা। তৃণমূলের সঙ্গে বৈঠকের কারণেই কি রাজ্যপালের এই দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি রওনা দিলেন ? এই সকল প্রশ্নের উত্তর আশা করা যায় খুব দ্রুতই বাইরে বেরিয়ে আসবে। যদিও বিমানবন্দরে পৌঁছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top