২৯ জুন কোলকাতা রেলস্টেশন থেকে মোট ৫ জন চিনা নাগরিককে গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে পাওয়া যায় ১৯৭ কেজি মাদক, এই পাঁজ জন মুর্শিদাবাদের নওদায় একটি ছাই তৈরীর কারখানার আড়ালে মাদকের ব্যবসা করত। গত ৪ঠা জুলাই তাদের নওদা নিয়ে এসে তল্লাশী চালানো হয়। সেই ঘটনার রেস গিয়ে পরে বহরমপুর কাদাই এলাকায়, এই ঘটনার জরিত সন্দেহে দুই ব্যক্তির ফ্লাট সিল করল সি আই ডি, তুসার আগরওয়াল ও এস সর্মা নামে দুই ব্যক্তি তাদের পরিবার নিয়ে পলাতক। তুসার আগরওয়াল তার মাকে নিয়ে থাকতেন, এবং এস ভার্মা দুই মেয়ে আর স্ত্রী কে নিয়ে থাকতেন। দিন ১০ থেকে দুই জনেই পলাতক। এলাকার কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না তারা, সমসময়ে তারা হিন্দিতে কথা বলতেন। ফ্লাটে তাদের প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক। এই দুই জন যে মাদক পাচারের সঙ্গে যুক্ত তারা কিছুতেই বুঝে উঠতে পারেনি।বৃহস্পতিবার সেই কাদায় এলাকার ফ্যাট পুনরায় পরিদর্শনে গেলেন সিআইডি l