ভাইরাল – কেবল প্রভুভক্তই নয়, এবার সে যেন ঘরের কাজেও হয়ে উঠেছে এক্কেবারে পারফেক্ট সঙ্গী। ভাইরাল হয়েছে এক মজাদার ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর পোষ্য গোল্ডেন রেট্রিভারকে সঙ্গে নিয়ে জামাকাপড় ভাঁজ করছেন বারান্দায়। তবে সেই কাজটা যেন একদম টিমওয়ার্ক!ভিডিয়োয় দেখা যাচ্ছে, তরুণ বারান্দার দড়িতে শুকোনো জামাগুলো একে একে নামিয়ে ভাঁজ করছেন এবং তারপর তা তুলে রাখছেন সারমেয়টির মাথার উপর। আর কুকুরটি সেই জামাগুলিকে একটুও না সরিয়ে, মাথা সোজা করে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাধ্য ছাত্রের মতো। মাঝে মাঝে লেজ নেড়ে বা জিভ বার করে যেন খুশিও প্রকাশ করছে সে। এমনকি চোখ ঘুরিয়ে মাথার উপর রাখা জামাগুলোর দিকে তাকিয়েও নিচ্ছে কোনোটা পড়ে গেল কি না নিশ্চিত হতে!ভিডিয়োর মজায় মজায় উঠে এসেছে এক আশ্চর্য বন্ধুত্ব আর বোঝাপড়ার ছবি যেখানে পোষ্য কেবল প্রভুর সঙ্গী নয়, বরং কাজেরও এক দক্ষ সহকারী। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে আপ্লুত নেটপাড়া। অনেকেই বলছেন, “এমন কর্মঠ সঙ্গী পেলে জামাকাপড় ভাঁজ করাও আর বিরক্তিকর নয়!”
