বাংলাদেশ থেকে ভারতে আসার টিকিট ১ জুলাইয়ের পর কাটলে গুনতে হবে বাড়তি টাকা? কাঁটাতারের বেড়াজাল থাকলেও এপার এবং ওপার বাংলার মানুষজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক দীর্ঘদিনের। প্রতিদিন কাজের জন্য ভারত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করেন বহু মানুষ। আর বেশিরভাগ যাত্রীর ভরসা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস। কিন্তু, আজ অর্থাৎ ১ জুলাই থেকে এই তিন ট্রেনের ভাড়া বাড়তে চলেছে। ফলে বাংলাদেশ থেকে ভারতে আসার খরচও স্বাভাবিকভাবেই বাড়বে।
বাংলাদেশ রেল সূত্রে খবর, ডলারের মূল্য বাড়ার কারণে ডিসেম্বর মাসে ভাড়া বৃদ্ধি পেয়েছিল। সেই সময় সর্বোচ্চ ৬৬০ টাকা ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশ রেল। বাংলাদেশ রেল ছয় মাস পর থেকে সমন্বয় সাধন করে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু, এইবারের মতো ভাড়া আগে বৃদ্ধি হয়নি। উল্লেখ্য,এই ট্রেনগুলিতে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য ভাড়ায় রয়েছে ৫০ শতাংশ ছাড়। এই ট্রেনগুলি চালু হওয়ার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
কিছুদিন আগেই বাংলাদেশের রেলের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে এই তিনটি ট্রেনের বর্ধিত ভাড়া সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয়,মঙ্গল,বুধ,শুক্র,শনি এবং রবিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া ট্রেনটির এসি সিটের ভাড়া ছিল চার হাজার ১৯৫ টাকা।আজ থেকে তা বৃদ্ধি করে হয়ে হচ্ছে চার হাজার ৭৯৫ টাকা।এছাড়াও এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৯৬৫ টাকা ছিল।তা বাড়িয়ে করা হয়েছে তিন হাজার ৫৩০ টাকা।
এছাড়াও ভারত এবং বাংলাদেশের মধ্যে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করেছিল বন্ধন এক্সপ্রেস।এই ট্রেনের ভাড়াও একধাক্কায় বেড়েছে।খুলনা থেকে এই ট্রেনে করে কলকাতায় আসতে এসি আসনে ভাড়া ৫৫০ টাকা বাড়ানো হয়েছে।এখন থেকে দুই হাজার ৯০০ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।এছাড়াও চেয়ারের জন্যও বৃদ্ধি হয়েছে ভাড়া।
পাশাপাশি মিতালী এক্সপ্রেসেও বেড়েছে ভাড়া।এতদিন পর্যন্ত ঢাকা থেকে মিতালী এক্সপ্রেসে করে জলপাইগুড়িতে পৌঁছতে এসি বার্থের যে ভাড়া দিতে হত তা বৃদ্ধি করা হয়েছে।তা বৃদ্ধি করে ছয় হাজার ৫৭০ টাকা করা হয়েছে।এছাড়াও চার হাজার ১৭৫ টাকা করা হয়েছে এসি সিটের ভাড়া।এসি চেয়ারের ভাড়া বৃদ্ধি করে করা হয়েছে তিন হাজার ৭৮৫ টাকা।